Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চন্দ্রবাবুকে তোপ টিআরএস-বিজেপির  

শুধু ২০১৯-এর নির্বাচন নয় তেলঙ্গানার ভোটেও চন্দ্রবাবু সক্রিয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে। এই প্রয়াসকে খাটো করতে চেষ্টার কসুর করছে না তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০২:০৯
Share: Save:

উনিশের ভোটের আগে তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নায়ডু এবং কংগ্রেসের যৌথ উদ্যোগকে নিশানা করছে টিআরএস এবং বিজেপি। বিভিন্ন বিরোধী নেতার সঙ্গে বৈঠকের পর আগামী ১৯ তারিখ চন্দ্রবাবু কলকাতা যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী ঐক্য নিয়ে কথা হবে। দিল্লিতে ২২ তারিখের বিরোধী সমাবেশে মমতাকে আমন্ত্রণ জানাবেন চন্দ্রবাবু। সূত্রের খবর, এখনও পর্যন্ত মায়াবতীর বিএসপি ছাড়া বেশির ভাগ বিরোধী দলেরই সায় পাওয়া গিয়েছে। রাহুল গাঁধীকে সঙ্গে নিয়ে দেশ জুড়ে এই জোট গড়ার চেষ্টায় শাসক শিবির শঙ্কিত বলে মনে করছেন বিরোধীরা।

শুধু ২০১৯-এর নির্বাচন নয় তেলঙ্গানার ভোটেও চন্দ্রবাবু সক্রিয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে। এই প্রয়াসকে খাটো করতে চেষ্টার কসুর করছে না তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর ছেলে কে টি রাম রাও বিদ্রুপের সুরে বলেছেন, ‘‘চন্দ্রবাবু কখনও একা কোনও নির্বাচনে লড়েননি। তবে চন্দ্রবাবুর ঘুম ভাঙার আগেই টিআরএস সভাপতি চন্দ্রশেখর রাও তেলঙ্গানায় বিজেপি ও কংগ্রেসের বিকল্প মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছেন।’’ টিআরএস-এর অভিযোগ অমরাবতীতে বসে চন্দ্রবাবু তেলঙ্গানা শাসন করতে চাইছেন।

প্রদেশ বিজেপির নেতাদের নিশানাও চন্দ্রবাবু। তেলঙ্গানা বিজেপির মুখপাত্র কৃষ্ণসাগর রাওয়ের বক্তব্য, ‘‘আমরা নিশ্চিত কংগ্রেসের যে তালিকাটি তৈরি করা হয়েছে, সেটি করেছেন চন্দ্রবাবু! তিনি তেলঙ্গানার কংগ্রেসে নিজের আধিপত্য কায়েম করে ফেলেছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি এন উত্তমকুমার তালিকা নিয়ে দিল্লির অন্ধ্রভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন প্রার্থী ঘোষণার আগে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE