Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National news

টাঁকশালে যাওয়ার পথে রাস্তায় ছড়িয়ে পড়ল লাখ লাখ কয়েন

রাস্তায় ছড়িয়ে লাখ লাখ টাকার কয়েন। সেগুলো কুড়োতে ব্যস্ত বেশ কিছু লোক। গত ৪ নভেম্বর এই দৃশ্যই দেখেছিল গোটা দেশ। সেই ছবি মুহূর্তে ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ছবি: ফেসবুক।

ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ১৭:৩৫
Share: Save:

রাস্তায় ছড়িয়ে লাখ লাখ টাকার কয়েন। সেগুলো কুড়োতে ব্যস্ত বেশ কিছু লোক। গত ৪ নভেম্বর এই দৃশ্যই দেখেছিল গোটা দেশ। সেই ছবি মুহূর্তে ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাস্থল মহারাষ্ট্রের নারদানা গ্রাম। মহারাষ্ট্র ও গুজরাতের সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়ক ধরে কয়েনবোঝাই একটি লরি যাচ্ছিল নয়ডার টাঁকশালে। তাতে কয়েন ভর্তি ৪০টি ড্রাম ছিল। মাঝপথে নারদানা গ্রামের কাছে লরিটি থেকে কোনওভাবে ৬টি কয়েনবোঝাই ড্রাম রাস্তায় পড়ে যায়। ড্রামগুলোর মুখ খুলে গিয়ে লাখ লাখ টাকার কয়েন গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। লরি থেকে যে ড্রাম পড়ে গিয়েছে সেটা টেরই পাননি চালক। তত ক্ষণে তিনি ঘটনাস্থল থেকে ১৮ কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন। হুঁশ ফেরে অন্য এক লরিচালক তাঁকে খবরটা জানানোর পর। লরি ঘুরিয়ে ফের তিনি নারদানা গ্রামের কাছে এসে পৌঁছন। পরিস্থিতি দেখে কী করবেন ভেবে পাচ্ছিলেন না চালক। এত কয়েন কী ভাবে সংগ্রহ করবেন? অগত্যা নিজেই কয়েন কুড়োতে শুরু করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে কয়েনগুলো কুড়ানোর পর হাল ছেড়ে দেন লরিচালক। তখন এক প্রকার বাধ্য হয়েই পুলিশকে খবর দেন গোটা বিষয়টি জানিয়ে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশেরও চক্ষু চড়ক গাছ। পরে অবশ্য একটা উপায় বের করেন পুলিশকর্মীরাই। বেশ কিছু লোক সংগ্রহ করে কয়েনগুলো রাস্তা থেকে সংগ্রহ করা হয়।

পুলিশ জানিয়েছে, কয়েনগুলোর এক দিকে ছাপা ছিল। সন্দেহ হওয়ায় ওই লরিচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বৈধ কাগজপত্র থাকায় চালককে পরে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: মোদীর ‘হামসফর’ ট্রেনে নতুন কী সুবিধা রয়েছে জেনে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE