Advertisement
১৬ এপ্রিল ২০২৪
আশা বাড়িয়ে উদ্ধার ৩

নেপালে তোপের মুখে ভারতীয় সংবাদমাধ্যম

প্রাণের খোঁজ পাওয়ার আশা নেই বলে জানিয়ে দিয়েছিল নেপাল সরকার। কিন্তু তার পরেও ভূকম্প বিধ্বস্ত দেশে ধ্বংসস্তূপ থেকে তিন জনকে জীবিত অবস্থায় পেলেন উদ্ধারকারীরা। ফলে ফের আরও জীবনের স্পন্দন খুঁজে পাওয়ার আশা দেখা দিয়েছে। কিন্তু একই সঙ্গে নেপালে তোপের মুখে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যম। গত কালই নেপালি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লক্ষ্মীপ্রসাদ ধকল জানান, আর কাউকে জীবিত উদ্ধার করার আশা করছেন না তাঁরা। স্বভাবতই মানসিক ভাবে আরও ভেঙে পড়ে নেপাল। কিন্তু আজ, বিপর্যয়ের আট দিন পরেও ফের জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তিন জন। পাহাড়ে ঘেরা শিয়াউলি গ্রাম থেকে এক মহিলা-সহ ওই তিন জনকে উদ্ধার করা হয়েছে। আপাতত তাঁদের ঠিকানা ওই এলাকার এক সামরিক হাসপাতাল।

উদ্ধারের পর ফাঁচু ঘালে। নেপালের হাসপাতালে। ছবি: এএফপি।

উদ্ধারের পর ফাঁচু ঘালে। নেপালের হাসপাতালে। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০৪:৩০
Share: Save:

প্রাণের খোঁজ পাওয়ার আশা নেই বলে জানিয়ে দিয়েছিল নেপাল সরকার। কিন্তু তার পরেও ভূকম্প বিধ্বস্ত দেশে ধ্বংসস্তূপ থেকে তিন জনকে জীবিত অবস্থায় পেলেন উদ্ধারকারীরা। ফলে ফের আরও জীবনের স্পন্দন খুঁজে পাওয়ার আশা দেখা দিয়েছে। কিন্তু একই সঙ্গে নেপালে তোপের মুখে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

গত কালই নেপালি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লক্ষ্মীপ্রসাদ ধকল জানান, আর কাউকে জীবিত উদ্ধার করার আশা করছেন না তাঁরা। স্বভাবতই মানসিক ভাবে আরও ভেঙে পড়ে নেপাল। কিন্তু আজ, বিপর্যয়ের আট দিন পরেও ফের জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তিন জন। পাহাড়ে ঘেরা শিয়াউলি গ্রাম থেকে এক মহিলা-সহ ওই তিন জনকে উদ্ধার করা হয়েছে। আপাতত তাঁদের ঠিকানা ওই এলাকার এক সামরিক হাসপাতাল। জীবিত অবস্থায় যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ১০০ বছরের বেশি বয়সি এক বৃদ্ধও। মধ্য নেপালের কিমতাং গ্রাম থেকে ১০৫ বছরের ফাঁচু ঘালেকে উদ্ধার করেছে নেপালি সেনা। পায়ে সামান্য আঘাত ছাড়া তাঁর শারীরিক অবস্থা ভালই বলে জানিয়েছে ত্রিশূলি জেলা হাসপাতাল।

অবিশ্বাস্য ভাবে বেঁচে যাওয়ার এই কাহিনির পাশেই রয়েছে এক ভয়াবহ পরিসংখ্যানও। নেপালে এই ভূকম্পে ৭ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন বলে ধারণা সে দেশের সরকারের। সেই সঙ্গে বিধ্বস্ত হয়ে গিয়েছে সে দেশের পরিকাঠামো, জনজীবন। এশীয় উন্নয়ন ব্যাঙ্কের সম্মেলনে যোগ দিতে মধ্য এশিয়ার বাকুতে গিয়েছেন নেপালের অর্থমন্ত্রী রামশরণ মাহাত। তাঁর কথায়, ‘‘ভূকম্প-পরবর্তী কম্পন কমেনি। ফলে, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।’’

বিপর্যয়ে মোট ৫৪ জন বিদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল। তাঁদের মধ্যে ৩৮ জন ভারতীয়। আহতদের মধ্যে ১০ জন ভারতীয়-সহ ৪৮ জন বিদেশি রয়েছেন বলে মনে করা হচ্ছে। ৮২ জন বিদেশি নিখোঁজ। মাকালু বেস ক্যাম্প থেকে আজ ১২ জন পর্বতারোহীকে সরিয়ে এনেছে নেপালি সেনা। তাঁদের মধ্যে এক জন ভারতীয়।

দুর্যোগে নেপালের পাশে দাঁড়িয়ে প্রথমে সে দেশের মানুষের শুভেচ্ছাই পেয়েছিল ভারত। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের আচরণ নিয়ে এ বার টুইটারে প্রবল ক্ষোভ প্রকাশ শুরু করেছেন সে দেশের বেশ কিছু মানুষ। তাঁদের দাবি, নেপালের ভূকম্প পীড়িত মানুষের প্রতি সমবেদনার অভাব রয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের। অনেক সময়েই ভারতীয় সাংবাদিকেরা তাঁদের এমন প্রশ্ন করেছেন যা গ্রহণযোগ্য নয়। আবার কারও কারও মতে, ভারতীয় সংবাদমাধ্যম নরেন্দ্র মোদী সরকারের জনসংযোগের কাজ করছে। ‘‘গো হোম ইন্ডিয়ান মিডিয়া’’ নামে হ্যাশট্যাগ তৈরি করে এই বিষয়ে প্রচার চলছে টুইটারে। তবে অনেকের মতে, বিরূপ প্রচারের চেয়ে ভারতের ত্রাণকার্যের প্রশংসাই হয়েছে বেশি। নেপালি জনমানস ও সংবাদমাধ্যমের একাংশের ধারণা, ভারতীয় সংবাদমাধ্যম নেপাল নিয়ে কিছুটা দাদাগিরি করে। টুইটারে প্রচার তারই প্রতিফলন। কিন্তু তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়।

তবে ভারত-বিরোধী প্রচারের পিছনে উস্কানিও থাকতে পারে বলে মনে করছে কিছু শিবির। গত কালই ত্রাণের সুযোগে বিদেশি শক্তির ‘নেপাল-বিরোধী চক্রান্ত’ নিয়ে প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে সতর্ক করেছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড। নেপালে ত্রাণের কাজে গিয়ে ভারতীয় সেনার কপ্টার চিনা সীমান্তের কাছে ওড়াউড়ি করেছে বলেও দাবি নেপালি সংবাদমাধ্যমের একাংশের। ভারতের ত্রাণকার্যের পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই বলে সে দেশের একটি সংবাদপত্রে নিবন্ধ লিখে জানিয়েছেন কাঠমান্ডুতে নিযুক্ত রাষ্ট্রদূত রঞ্জিত রাই। কোনও কারণ না জানালেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এখন নেপালে না যেতে অনুরোধ করেছে বিদেশ মন্ত্রক। তাঁর জনকপুর যাত্রায় আগে সম্মতি দিয়েছিল কেন্দ্র।

নীতীশকে অনুরোধ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নেপাল সফরে না যেতে অনুরোধ করল বিদেশ মন্ত্রক। কেন্দ্রের মতে, পরে কোনও ‘‘অনুকূল সময়ে’’ মুখ্যমন্ত্রীর নেপাল যাওয়া উচিত। নেপালের জনকপুরে নীতীশের সফরে আগে সম্মতি দিয়েছিল কেন্দ্র। ভূকম্পের পরে সে দেশে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ শীর্ষ আমলারা। তার পরেই স্থির করা হয়, আপাতত নেপালে না যেতে অনুরোধ করা হবে নীতীশকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE