Advertisement
২০ এপ্রিল ২০২৪
Uddhav Thackeray

সিএএ সমর্থন করলেও মহারাষ্ট্রে এনআরসি নয়, হুঙ্কার উদ্ধব ঠাকরের

সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থনে উদ্ধবের যুক্তি, ‘‘সিএএ কখনই কাউকে দেশহীন করে দেবে না।’’

এনআরসি-র বিরোধিতায় উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র

এনআরসি-র বিরোধিতায় উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৯
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বা জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নিয়ে এ বার অবস্থান স্পষ্ট করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রে এনআরসি ও এনপিআর হতে দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় দেওয়া একটি সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন উদ্ধব। তবে, তাৎপর্যপূর্ণ ভাবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে মোদী সরকারকে সমর্থন করেছেন শিবসেনা প্রধান।

সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থনে উদ্ধবের যুক্তি, ‘‘সিএএ কখনই কাউকে দেশহীন করে দেবে না।’’ তবে ওই আইনকে কেন্দ্র করেই উঠে আসছে এনআরসি ও এনপিআর-এর প্রসঙ্গও। তা নিয়ে অবশ্য মোদী সরকারের পাশে দাঁড়াচ্ছে না শিবসেনা। এমনকি মহারাষ্ট্রে এনআরসি হতে দেবেন না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব। দেশের মধ্যে একমাত্র অসমেই এনআরসি হয়েছে। তাতে বহু হিন্দুর নামও বাদ গিয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই উদ্ধব বলছেন, ‘‘এনআরসি অনুযায়ী, শুধু মুসলিম নন, হিন্দুদেরও নাগরিকত্ব প্রমাণ করা কষ্টকর হবে। তাই আমি এ রাজ্যে এনআরসি হতে দেব না।’’

সিএএ-কে কেন্দ্র করে দেশ জুড়ে তুমুল বিতর্কের আবহ তৈরি হয়েছে। চলছে লাগাতার প্রতিবাদ-আন্দোলনও। মোদী সরকারের এই পদক্ষেপের বিরোধিতায় নেমেছে কংগ্রেস ও এনসিপি-ও। মহারাষ্ট্রের জোট সরকারের এই দুই শরিক সিএএ-র বিরোধিতা করলেও, নতুন আইনে অবশ্য আস্থা রাখছেন শিবসেনা প্রধান।

আরও পড়ুন: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধী

আরও পড়ুন: সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ফের গুলি চলল জামিয়ার বাইরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uddhav Thackeray NRC CAA NPR Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE