Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

গ্রেটার নয়ডায় চারতলা বাড়ির উপর ভেঙে পড়ল ছ’তলা বাড়ি, মৃত ৩, আটকে বহু

চার তলা একটি বহুতলের উপর ছ’তলা একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল গ্রেটার নয়ডায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকার্য চালাচ্ছেন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। ছবি: পিটিআই।

উদ্ধারকার্য চালাচ্ছেন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। ছবি: পিটিআই।

​সংবাদ সংস্থা
নয়ডা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৮:৩৬
Share: Save:

চার তলা একটি বহুতলের উপর ছ’তলা একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল গ্রেটার নয়ডায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, চার তলা ওই বহুতলটিতে ১৮টি পরিবার বাস করত। রাত সাড় ৮টা নাগাদ গ্রেটার নয়ডার বিসরাখ থানার শাহবেরি গ্রামের ওই ছ’তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে পাশের ওই বহুতলের উপর। বেশ কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় গাজিয়াবাদ থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া দল। উদ্ধারকার্যের জন্য দ্রুত জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার কয়েক জন কর্মীকে আটক করেছে পুলিশ। যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজন মহিলা এবং দু’জন পুরুষ বলে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাঁচীতে স্বামী অগ্নিবেশকে মারধর, পাথর, অভিযোগ বিজেপি-র দিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE