Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গুলিযুদ্ধ জারি সীমান্তে

সেনার তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭টা ৪০ নাগাদ নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট ও লাগোয়া গ্রামগুলি লক্ষ করে গোলাগুলি ছুড়তে শুরু করে পাক সেনা।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:৩৭
Share: Save:

গত কাল দিনভর বারামুলা, আজ সকাল থেকে পুঞ্চ। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে লাগাতার ছুটে আসছে পাক সেনার গোলাগুলি। কাল বারামুলার উরির চুরুন্দা এলাকায় পাক স্নাইপারের গুলিতে আহত হয়েছিলেন এক ভারতীয় সেনা জওয়ান। আজ সকাল থেকে দু’দেশের বাহিনীর বিক্ষিপ্ত গুলি-বিনিময় চলছে পুঞ্চের মানকোট সেক্টরে।

সেনার তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭টা ৪০ নাগাদ নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট ও লাগোয়া গ্রামগুলি লক্ষ করে গোলাগুলি ছুড়তে শুরু করে পাক সেনা। গুলির জবাব দেয় ভারতীয় সেনাও। রাত পর্যন্ত গুলি-বিনিময় জারি রয়েছে বলে সেনা জানিয়েছে। তবে হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর নেই।

গত কাল সকালে উরিতে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা। রাতে পাক বন্দুকবাজের গুলি লাগে এক ভারতীয় জওয়ানের পায়ে। উরি থেকে শ্রীনগরের বাদামিবাগে সেনার ৯২ বেসের হাসপাতালে উড়িয়ে আনা হয় তাঁকে।

দিন কয়েক আগেই ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল পাক সরকার। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছিল তাঁর কাছে। দিল্লি বলছে, নিজেদের দোষ ভারতের ঘাড়ে চাপাচ্ছে পাকিস্তান। পরিসংখ্যানই বলছে, চলতি বছরের শুরু থেকে কত বার নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনা। তাদের গোলাগুলিতে ১২ জন নিরাপত্তাকর্মী-সহ মোট ২১ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক অতীতে বেশ ঘনঘন সংঘর্ষবিরতি ভাঙছে পাকিস্তান। সেনার পাশাপাশি ভারতীয় গ্রামগুলিকে নিশানা করেছে তারা। তাই মাঝেমধ্যেই নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE