Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘গায়ে এত গয়না!’, যৌন নিগ্রহের অভিযোগকারিণী কিশোরীকে প্রশ্ন পুলিশের

অভিযুক্ত হেড কনস্টেবল এবং ওই কিশোরীর কথোপকথন ভিডিয়ো করেন কিশোরীর ভাই। ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরীর অভিযোগ জানানো শেষ হতেই প্রশ্ন করতে শুরু করেন ওই হেড কনস্টেবল।

ছবি: টুইটারের সৌজন্যে।

ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
কানপুর শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০২:৪৩
Share: Save:

যোগী আদিত্যনাথের রাজ্যে যৌন নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে থানায় হেনস্থার শিকার এক কিশোরী। অভিযোগ, হেড কনস্টেবল তার বাবু প্রথমে এফআইআর নেননি। উল্টে নানা আপত্তিকর প্রশ্ন এবং রসিকতা করে বিব্রত করেছেন ওই কিশোরীকে। উত্তরপ্রদেশের কানপুরের ওই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। ঘটনার ভিডিয়োটি টুইট করে তিনি উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিযুক্ত হেড কনস্টেবল এবং ওই কিশোরীর কথোপকথন ভিডিয়ো করেন কিশোরীর ভাই। ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরীর অভিযোগ জানানো শেষ হতেই প্রশ্ন করতে শুরু করেন ওই হেড কনস্টেবল। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘তুমি এই আংটি ও হার কেন পরেছ? তুমি তো লেখাপড়া করো না? গয়নাগাটি পরে থাক কেন? কী কারণে এত সাজ? এগুলি দেখেই বোঝা যাচ্ছে তুমি কী?’’ কিশোরীর পরিবার মাঝপথে বাধা দিতে গেলে ধমকে থামিয়ে দেন হেড কনস্টেবল। বলেন, ‘‘আপনারা দেখতে পান না আপনাদের মেয়ে কী করে?’’ এর পরে অভিযোগ নেওয়ার বদলে ফেরত পাঠানো হয় পরিবারটিকে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে কানপুর পুলিশ। নেওয়া হয় এফআইআর। ঘটনার জেরে সরিয়ে দেওয়া হেড কনস্টেবল তার বাবুকে।

যোগী সরকারকে নিশানা করার সুযোগ ছাড়েননি প্রিয়ঙ্কা। ভিডিয়োটি পোস্ট করে তাঁর টুইট, ‘‘যৌন হেনস্থার অভিযোগ জানাতে এলে এক জন মেয়ের সঙ্গে এ রকম ব্যবহার করে পুলিশ। যাঁদের আইনরক্ষার কথা তাঁদের এই আচরণ?’’ প্রিয়ঙ্কার মতে, কোনও মেয়েকে সুবিচার দেওয়ার জন্য প্রথমে তার অভিযোগ শুনতে হবে। গত কালই সুপ্রিম কোর্টে শিশু হেনস্থা সংক্রান্ত একটি মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘‘এই সব ক্ষেত্রে অনেক বেশি বিচক্ষণতা ও ধৈর্যের প্রয়োজন।’’

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গত কাল উত্তরপ্রদেশের শামলী জেলায় পুলিশ সুপারের দফতরের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মা ও মেয়ে। সূত্রের খবর, প্রতিবেশীদের কটূক্তি নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁরা। পুলিশ অভিযোগ না-নেওয়ায় দু’জন বিষ খান। কর্তব্যে অবহেলার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE