Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খাদে বাস, উত্তরাখণ্ডে মৃত ৪৮

খাদে বাস পড়ে উত্তরাখণ্ডের পৌড়ী গঢ়বাল জেলায় মৃত্যু হল ৪৮ জনের। মৃতদের মধ্যে ১৬ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে।

মর্মান্তিক: মৃতদেহের সারি। রবিবার পৌড়ী গঢ়বালে। এএফপি

মর্মান্তিক: মৃতদেহের সারি। রবিবার পৌড়ী গঢ়বালে। এএফপি

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০৫:০৯
Share: Save:

খাদে বাস পড়ে উত্তরাখণ্ডের পৌড়ী গঢ়বাল জেলায় মৃত্যু হল ৪৮ জনের। মৃতদের মধ্যে ১৬ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে নৈনিতালের রামনগরের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। সকাল সাড়ে আটটা নাগাদ গুইন গ্রামের কাছে পিপালি-ভৌন সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪৫ জনের। পরে মারা যান আরও ৩ জন। আহত ১১। চিকিৎসার জন্য রামনগর ও হলদোয়ানির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। গুরুতর আহতদের বিমানে করে দেহরাদূন পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৮ আসনের বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পৌড়ী পুলিশ। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত। মৃতদের পরিবারকে দু’লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও।

পরে তিনি টুইট করেন, ‘‘দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’’ আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল কে কে পাল। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE