Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

মণিপুরে রয়্যাল বেঙ্গল কেটে খেলেন গ্রামবাসীরা, ছবি আপলোড হল ফেসবুকেও!

বাঘ কেটে খাওয়ার ছবি আপলোড করা হল ফেসবুকে। খোদ রয়্যাল বেঙ্গল টাইগার। তাও আবার নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামে। যেখানে রয়্যাল বেঙ্গলের অস্তিত্বই এখনও জানা নেই।

এই ছবিই আপলোড হয়েছে ফেসবুকে।

এই ছবিই আপলোড হয়েছে ফেসবুকে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ১২:৪০
Share: Save:

বাঘ কেটে খাওয়ার ছবি আপলোড করা হল ফেসবুকে। খোদ রয়্যাল বেঙ্গল টাইগার। তাও আবার নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামে। যেখানে রয়্যাল বেঙ্গলের অস্তিত্বই এখনও জানা নেই। ছবিগুলি এনটিসি-এর নজরে আসার পরে বন্যপ্রাণ অপরাধ দমন শাখাকে জানানো হয়েছে। দুই রাজ্যের কাছেই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মণিপুরের সীমার মধ্যে বাঘটিকে হত্যা করা হয়। পরে লাগোয়া নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে কেটে খায় গ্রামবাসীরা। সেই ছবিই ফেসবুকে ছড়িয়ে পরে। এনটিসি-র তরফে কমল আজাদ বলেন, "গত বছর নাগাল্যান্ডে রয়্যাল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার ছবি মেলেনি। মণিপুরে রয়্যাল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার।”

আরও পড়ুন: নেওড়া ভ্যালিতে নিরাপত্তা, বিধিনিষেধ বাড়ানোর দাবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Royal Bengal Tiger Manipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE