Advertisement
২০ এপ্রিল ২০২৪
Viral

এ যেন সিনেমার চিত্রনাট্য, পোস্ট অফিসের দেওয়াল ফুটো করে কী নিয়ে গেল দেখুন চোরেরা

পূর্ব দিল্লির একটি পোস্ট অফিসে রবিবার রাতে চুরি হয়। দুষ্কৃতীদের হয়তো আশা ছিল, বছর শেষে ব্যাগ ভর্তি নগদ টাকা নিয়ে বাড়ি ফেরা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশা নিয়ে বাড়ি ফিরতে হল।

দিল্লির এক পোস্ট অফিসে চুরি। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

দিল্লির এক পোস্ট অফিসে চুরি। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ১৯:৪৬
Share: Save:

দিল্লির এই পোস্ট অফিসের দেওয়ালে ড্রিল করে, লকার ভেঙে এই পরিমাণ টাকা পাওয়া যাবে তা মনে হয় স্বপ্নেও ভাবেনি চোরেরা। কষ্ট করে দেওয়াল ফুটো করার পর হাতে যা এল, তা দেখে তাঁরা রীতিমতো অবাক।

পূর্ব দিল্লির একটি পোস্ট অফিসে রবিবার রাতে চুরি হয়। দুষ্কৃতীদের হয়তো আশা ছিল, বছর শেষে ব্যাগ ভর্তি নগদ টাকা নিয়ে বাড়ি ফেরা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশা নিয়ে বাড়ি ফিরতে হল।

পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছেন, সোমবার সকালে যখন লকার রুমে প্রবেশ করেন, দেখেন দেওয়াল একটি ফুটো। খবর যায় থানায়। চুরির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। অফিসের দেওয়ালে প্রায় দু’ ফুট চওড়া ও এক ফুট উচ্চতার একটি ফুটো করা হয়েছে। যেটি দিয়ে একটি কম বয়সী ছেলেই ঢুকতে পারে মাত্র।

আরও পড়ুন: সাধারণের জন্য খুলে গেল বিশ্বের উচ্চতম সেতু, নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল চিন

লকার রুমে ঢুকে একটি লোহার রডের সাহায্যে লকারটি ভাঙা হয়। তার মধ্যে যা নগদ ছিল নিয়ে যায় চোর। তদন্তে জানা গিয়েছে, পোস্ট অফিসে কয়েনেমোট ৪৮৭ টাকা ছিল। হ্যাঁ, মাত্র ৪৮৭ টাকা নিয়ে যেতে হয়েছে চোরেদের।শুক্রবারই সমস্ত নগদ টাকা অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পড়ে ছিল মাত্র ৪৮৭ টাকা। ফলে এত কষ্ট করে চোরেদের প্রায় খালি হতেই ফিরতে হয়।

আরও পড়ুন: ঝর্ণা বেয়ে পাহাড়ে চড়ছে এক ঝাঁক মাছ, জীবন সংগ্রামের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

থানায় চুরির অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। এখনও কোনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Delhi Post Office Thief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE