Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

ছেলে না চালালে বিমানে উঠবই না, সাত বছর পর স্বপ্নপূরণ মা-ঠাকুমার

মা-ঠাকুমার ৭ বছরের সেই স্বপ্নই এবার পূরণ হল। ছেলের বিমানে চেপে চেন্নাই থেকে সিঙ্গাপুর উড়ে গেলেন মা-ঠাকুমা।

বিমান ওড়ানোর আগে এ ভাবেই মা এবং ঠাকুমার আশীর্বাদ নেন পাইলট। ছবি: সংগৃহীত।

বিমান ওড়ানোর আগে এ ভাবেই মা এবং ঠাকুমার আশীর্বাদ নেন পাইলট। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা       
চেন্নাই শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৬:৪৯
Share: Save:

ছেলে যখন পাইলট হবে, তার বিমানে চেপেই প্রথম বিমান-যাত্রা করবেন। মা-ঠাকুমার ৭ বছরের সেই স্বপ্নই এবার পূরণ হল। ছেলের বিমানে চেপে চেন্নাই থেকে সিঙ্গাপুর উড়ে গেলেন মা-ঠাকুমা।

ইন্ডিগো বিমানের ফার্স্ট পাইলট প্রদীপ কৃষ্ণন। এতদিন দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণরত ছিলেন কৃষ্ণন। গত সাত বছর ধরে কোনও বিমান সংস্থায় চাকরি পাননি প্রদীপ। আর তিনি যতদিন না পাইলট হবেন, বিমান চড়বেন না বলে মনে মনে নিজেকেই কথা দিয়েছিলেন তাঁরা। সম্প্রতি ইন্ডিগোর পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি। তারপরই তাঁর চেন্নাই থেকে সিঙ্গাপুরের বিমানের টিকিট কেটে ফেলেন প্রদীপের মা এবং ঠাকুমা।

প্রদীপও জানতেন সে কথা। বিমান ছাড়ার আগে তাই নিজের কেবিন থেকে যাত্রীদের আসনের কাছে চলে আসেন। পা ছুঁয়ে মা এবং ঠাকুমার আশীর্বাদ নিয়ে তারপর কেবিনে ফিরে যান। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় এই পাক দলিত-কন্যাও!

দেখুন ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE