Advertisement
২০ এপ্রিল ২০২৪
Viral Video

সন্ত্রাসের মোকাবিলায় ‘ভারতের আয়রন ম্যান’-এর কীর্তি দেখুন!

আয়রনের ম্যানের কায়দাতেই এ বার বন্দুক সম্বলিত এক ধরনের পোশাক বানিয়েছেন এক ভারতীয় ব্যক্তি। সেই পোশাকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে।

ভারতের আয়রন ম্যান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ভারতের আয়রন ম্যান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৯:৪৫
Share: Save:

সুপার হিরো আয়রন ম্যানকে নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহের শেষ নেই। ছবির চরিত্র আয়রন ম্যান ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। নিজের কারিগরি বিদ্যাকে কাজে লাগিয়ে বানানো বিশেষ পোশাক পরেই তিনি হয়েছিলেন আয়রন ম্যান। আয়রনের ম্যানের কায়দাতেই এ বার বন্দুক সম্বলিত এক ধরনের পোশাক বানিয়েছেন এক ভারতীয় ব্যক্তি। সেই পোশাকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির পোশাক অনেকটা সেনাবাহিনীর ঢঙেই। তবে তা ধাতুর তৈরি। ধাতুর তৈরি সেই পোশাকের সবদিকেই রয়েছে বন্দুক। সেই পোশাক পরে আয়রন ম্যানের ভঙ্গিতেই এগিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। তার পর চালাচ্ছেন গুলিও।

এই ভিডিয়ো আপলোড করে লেখা হয়েছে, ‘সন্ত্রাসবাদের মোকাবিলা করতে আয়রন ম্যান শুট বানিয়েছেন এই ভারতীয় ব্যক্তি!’ এই উদ্ভাবন দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। যদিও স্বল্প শক্তিসম্পন্ন এই পোশাক দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করা কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: ঠোঁটে জ্বলা সিগারেট দিয়েই রকেট ফাটাচ্ছেন এই ব্যক্তি! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: দীপাবলির দূষণে রাশ কলকাতা ও মুম্বইয়ে, বাজির দাপটে ‘আঁধার’ নামল দিল্লিতে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Indian Iron Man
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE