Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Ram Rahim

পুলিশের কাছে অস্ত্র জমা দিচ্ছেন ডেরা অনুগামীরা

শুধু আগ্নেয়াস্ত্রই নয়, তার সঙ্গে তাজা কার্তুজও জমা দিয়েছেন গুরমিত রাম রহিম সিংহের অনুগামীরা।

গুরমিত রাম রহিম।

গুরমিত রাম রহিম।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৬
Share: Save:

দিন দুয়েকের মধ্যে ডেরা সচ্চা সৌদা অনুগামীদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হরিয়ানা পুলিশ। গত শনিবার এই নির্দেশ দেওয়া হয়েছিল। তার পর আজ, সোমবার ডেরা অনুগামীরা তাঁদের অস্ত্র জমা দিলেন সিরসা জেলা পুলিশের কাছে। এ দিন ডাবল ব্যারেল ও সিঙ্গল ব্যারেল বন্দুক, পিস্তল সমেত ৩০টিরও বেশি আগ্নেয়াস্ত্র পুলিশের কাছে জমা পড়ে। যদিও এগুলি সবই লাইসেন্সপ্রাপ্ত বলেই হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: সেলের দেওয়ালের সঙ্গে কথা বলছেন রাম রহিম!

শুধু আগ্নেয়াস্ত্রই নয়, তার সঙ্গে তাজা কার্তুজও জমা দিয়েছেন গুরমিত রাম রহিম সিংহের অনুগামীরা। সিরসা সদর থানার স্টেশন হাউস অফিসার দীনেশ কুমার বলেছেন, ‘‘জেলা প্রশাসন দু’দিন আগেই ডেরা অনুগামীদের সমস্ত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর পরই সিঙ্গল ও ডাবল ব্যারেল বন্দুক, নাইন এমএম পিস্তল-সহ ৩৩টি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন তাঁরা।’’

আরও পড়ুন: জেলে কি নকল ‘বাবা’? ছবি দেখিয়ে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

বিশেষ সিবিআই আদালত গত ২৮ অগস্ট ধর্ষণ মামলায় রাম রহিমের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। রোহতকের সুনারিয়া জেলে রাখা হয়েছে রাম রহিমকে। বাবা দোষী সাব্যস্ত হওয়ার পরেই হরিয়ানায় হিংসা ছড়িয়েছিল। গুরমিতের অনুগামীদের তাণ্ডবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়। এর পরেই ডেরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে পুলিশ। ভবিষ্যতে যাতে ডেরা অনুগামীরা হিংসা ছড়াতে না পারে সে জন্যই এই অস্ত্র জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন দীনেশ কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE