Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Weather Forecast

দিল্লিতে শৈত্যপ্রবাহের দোসর শিলাবৃষ্টি, ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত

আবহাওয়া দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত দিল্লির আকাশ মেঘলাই থাকবে। সেই সঙ্গে আরও বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিও হবে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১১:০৯
Share: Save:

একে প্রবল শৈত্যপ্রবাহ। সঙ্গে দোসর শিলাবৃষ্টি

বুধবার শিলাবৃষ্টির প্রবল শব্দেই ঘুম ভাঙল রাজধানী দিল্লির। এই নিয়ে টানা ৪ দিন ধরে বৃষ্টি চলছে রাজধানীতে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ হাল্কা বৃষ্টিপাত শুরু হয় দিল্লিতে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও দেখা দেয়। মেঘলা আবহাওয়ায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াসে। অবশ্য দিল্লির কোনও কোনও এলাকায় মেঘলা আকাশ থাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২০.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির মতোই প্রবল শীতে কাঁপছে গোটা উত্তর ভারত।

আবহাওয়া দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত দিল্লির আকাশ মেঘলাই থাকবে। সেই সঙ্গে আরও বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিও হবে। তিনি বলেন, ‘‘দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিল্লির বিস্তীর্ণ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রেওয়ারি, ভিয়ান্ডি, মানেসর, গুরুগ্রাম, পালওয়াল এবং মুজফ্‌ফরনগরে আগামী কয়েক ঘণ্টা বৃষ্টি চলবে।’’

বুধবারের মতোই আগামিকাল, বৃহস্পতিবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে মৌসম ভবন। ঘন কুয়াশার সঙ্গে দিল্লির আকাশ মেঘলা থাকবে। গত ৪ দিন ধরেই দিল্লিতে বৃষ্টিপাত চলছে। সফদরজং অবজারভেটরি জানিয়েছে, সোমবার বিকেল ৪টে থেকে মঙ্গলবার সাড়ে ৮টা পর্যন্ত ৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্য দিকে, ওই সময়ের মধ্যে পালম এবং লোধি রোড অবজারভেটরি জানিয়েছে, ওই এলাকায় যথাক্রমে ৪ মিলিমিটার এবং ৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: ফের উত্তরপ্রদেশ, যৌনাঙ্গে রড ঢুকিয়ে পাঁজর ভেঙে খুন গণধর্ষিতাকে

আরও পড়ুন: ছাড়পত্রের দশ দিনেই টিকা দিতে তৈরি কেন্দ্র

আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১০ দিন ধরেই উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। নতুন বছরের শুরুতে দিল্লি, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় প্রবল শীতে জবুথবু। মধ্য এবং পূর্ব ভারতের যথাক্রমে পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশাতেও একই ছবি। বেশির ভাগ জায়গায় তাপমাত্রা পারদ নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে।

দিল্লিতে যখন বৃষ্টিপাত, সে সময় প্রবল শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। গত দু’দিন ধরেই জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে চলছে প্রবল তুষারপাত। তবে তার মধ্যেই পর্যটকদের ভিড় দেখা গিয়েছে সেখানকার রাস্তায়। তুষারপাতের ফলে সোমবার শ্রীনগর বিমানবন্দরের বন্ধ ছিল। অন্য দিকে, হিমাচলের রোহটাংয়েই প্রায় ৩০০ পর্যটক আটকে পড়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Forecast Weather Winter Rain Hailstorm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE