Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নমো সাইট ‘হ্যাকড’, জানালেন হ্যাকারই 

হ্যাক হয়েছে নরেন্দ্র মোদীর সাইট! প্রধানমন্ত্রীকে টুইট করে জানালেন ফ্রান্সের এলিয়ট অল্ডারসন। নিজেও হ্যাকার তিনি। নিরন্তর নজরদারি চালান ভারত সরকারের বিভিন্ন সাইটে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০২:৩৫
Share: Save:

হ্যাক হয়েছে নরেন্দ্র মোদীর সাইট! প্রধানমন্ত্রীকে টুইট করে জানালেন ফ্রান্সের এলিয়ট অল্ডারসন। নিজেও হ্যাকার তিনি। নিরন্তর নজরদারি চালান ভারত সরকারের বিভিন্ন সাইটে। সোমবার বেলা বারোটার কিছু আগে তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশে টুইট করেন, ‘‘আপনার ওয়েবসাইটের সুরক্ষা সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। আমার নাম লেখা একটি ‘টিএক্সটি’ ফাইল আপনার সাইটে আপলোড করেছে অজানা কেউ। অবিলম্বে আমার সঙ্গে গোপনে যোগাযোগ করা ও নিরারপত্তার বিষয়টি খতিয়ে দেখা উচিত আপনার।’’

এর কিছু পর এলিয়ট জানান, শুধু narendramodi.in-এর সাবডোমেন নয়, মূল সাইটটিও আক্রান্ত। সঙ্গে লেখেন, ‘‘আমি ওই ফাইল আপলোড করিনি। অতটা বুদ্ধু নই আমি। বিষয়টি আমার নজরে আসার পরেই আমার অনুরোধে উৎস থেকে ফাইলটি মুছে ফেলা হয়েছে।’’ খোদ প্রধানমন্ত্রীর সাইটে কারিকুরি করার খবরে নড়ে বসে দিল্লি। অনেকে এলিয়টকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এলিয়ট পরে জানান, ‘নমো টিম’ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। ভাল কথাবার্তা হয়েছে। বিষয়টি মিটেছে।

তবে গোটা পর্ব দেখে অনেকে মত প্রকাশ করেছেন, ঝড়ের বেগে সব কিছু ‘ডিজিটাল’ দুনিয়ায় জড়ো করাটা বিপদের। একটু রয়েসয়ে, ধীর গতিতে চললে সংশোধনের সুযোগ মেলে। সন্দেহ নেই পরামর্শটা ‘ডিজিটাল ইন্ডিয়া’-র হোতা মোদীর উদ্দেশেই। ভাল কাজের জন্য অনেকে ধন্যবাদও জানিয়েছেন এলিয়টকে। তথ্যপ্রযুক্তির লোকজন বলছেন, সরকারি সাইটে এমন হানাদারি নতুন কিছু নয়। তবে বিরোধী রাজনৈতিক দলের কেউ কেউ বলছেন, যিনি নিজের সাইটই সুরক্ষিত রাখতে পারেন না, তিনিই গোটা দেশের উপরে নজরদারি চালানোর চেষ্টা করছেন! টুইটারে এমন মতও উঠে এসেছে, ‘‘ওর আসল চেহারা ফাঁস করা আপনার টুইটগুলি এ বছর নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE