Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মনমোহন পারেননি, পারলেন মোদী: জেটলি

বিজেপির মঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে পাশে নিয়ে আজ অর্থমন্ত্রী অরুণ জেটলি অভিযোগ তোলেন, ২০১২-তেই দেশের বৈজ্ঞানিকরা এই কৃত্রিম উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

অর্থমন্ত্রী অরুণ জেটলি।

অর্থমন্ত্রী অরুণ জেটলি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০২:২৮
Share: Save:

ইউপিএ-সরকার যে সাহস দেখাতে পারেনি, সেটাই নরেন্দ্র মোদী করে দেখালেন। ‘মিশন শক্তি’ বা উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পরে আজ এই অভিযোগ তুলেই কংগ্রেসকে আক্রমণ করল বিজেপি।

বিজেপির মঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে পাশে নিয়ে আজ অর্থমন্ত্রী অরুণ জেটলি অভিযোগ তোলেন, ২০১২-তেই দেশের বৈজ্ঞানিকরা এই কৃত্রিম উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাঁদের সেই ক্ষমতাও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ইউপিএ-সরকার সেই অনুমতি দেয়নি। অরুণ জেটলির অভিযোগ, ‘‘তখন সরকারের সেই সাহস ছিল না। চিন্তাভাবনার স্বচ্ছতা ছিল না।’’

ডিআরডিও-র সফল পরীক্ষার পরে আজ কংগ্রেস নেতারা মনে করিয়ে দিয়েছেন, ইউপিএ-জমানায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দূরদৃষ্টি থেকেই এই কাজ শুরু হয়েছিল। কংগ্রেস নেতা আহমেদ পটেল, রণদীপ সুরজেওয়ালারা বলেন, ‘‘তখনই ভাবা হয়েছিল, ভবিষ্যতের যুদ্ধ মহাকাশে হবে। শত্রু-রাষ্ট্র কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে দেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বসিয়ে দিতে পারে। অর্থনীতি অচল করে দিতে পারে। ২০১২-য় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র মহাকাশে ৬০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। তখনই ডিআরডিও-র বৈজ্ঞানিকেরা বুঝতে পেরেছিলেন, এখান থেকেই উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কিন্তু জেটলির দাবি, মনমোহন-সরকার সেই অনুমতি দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে সেই অনুমতি দেন। ডিআরডিও-র প্রাক্তন প্রধান ভি কে সারস্বত, বর্তমানে মোদী সরকারের নীতি আয়োগের উপদেষ্টা তাঁকে সমর্থন জানিয়ে বলেন, ‘‘আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা পরিষদের সামনে পুরো বিষয়টি তুলে ধরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ইতিবাচক সাড়া মেলেনি। তাই এগোইনি।’’ একই যুক্তি দিয়েছেন ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার। গত বছর বিজেপি-তে যোগ দেওয়া নায়ারের বক্তব্য, ‘‘ভারতের হাতে দশ বছর আগেই এই ক্ষমতা এসে গিয়েছিল। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছিল না। প্রধানমন্ত্রী মোদী উদ্যোগী হয়েছেন।’’

কংগ্রেস নেতাদের পাল্টা যুক্তি, সব কিছুতেই জওহরলাল নেহরুকে দোষ দেওয়া মোদী সরকারের মনে রাখা উচিত, দেশের মহাকাশ গবেষার কাজ শুরুই হয়েছিল নেহরুর হাত ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manmohan singh Narendra Modi Arun Jaitley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE