Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হোয়াটসঅ্যাপ গ্রুপটা হঠাৎ চুপ

তখনও কিছু বুঝে উঠতে পারেননি দাপোলীর ডঃ বালসাহেব সবন্ত কোঙ্কণ কৃষি বিদ্যাপীঠের কর্মী প্রবীণ রনদিভে। তার কয়েক ঘণ্টা পরেই জানতে পারেন, সব শেষ!

উদ্ধার: খাদ থেকে তুলে আনা হচ্ছে মৃতদেহ। বৃহস্পতিবার। পিটিআই

উদ্ধার: খাদ থেকে তুলে আনা হচ্ছে মৃতদেহ। বৃহস্পতিবার। পিটিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৩:১৯
Share: Save:

শেষ মুহূর্তে সহকর্মীদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানটা বাতিল হয়ে গিয়েছিল। তাই মনটা খারাপই হয়ে গিয়েছিল। কিন্তু দিব্যি ছবি আসছিল সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায়। বাড়িতে বসেই তাই ঘোরার স্বাদ নিচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই সব চুপচাপ! বারবার মেসেজ করলেও ও-দিক থেকে কোনও উত্তর আসছিল না।

তখনও কিছু বুঝে উঠতে পারেননি দাপোলীর ডঃ বালসাহেব সবন্ত কোঙ্কণ কৃষি বিদ্যাপীঠের কর্মী প্রবীণ রনদিভে। তার কয়েক ঘণ্টা পরেই জানতে পারেন, সব শেষ!

কাল মহাবালেশ্বরে পিকনিকে যাচ্ছিলেন প্রবীণের জনা তিরিশেক সহকর্মী। বাসে ছিলেন দুই চালকও। মহারাষ্ট্রের রায়গড় জেলার অম্বেনালী ঘাটের কাছে আচমকা পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০০ ফুট গভীরে গিয়ে পড়ে। মৃত্যু হয় ৩৩ জন আরোহীর। বরাতজোরে বেঁচে গিয়েছেন প্রকাশ সবন্ত দেশাই নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী।

প্রবীণের কথায়, ‘‘হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক আপডেট আসছিল। আশপাশের প্রাকৃতিক দৃশ্যের সুন্দর সুন্দর ছবিও পাঠাচ্ছিলেন ওঁরা। কিন্তু সকাল সাড়ে ন’টা নাগাদ সব স্তব্ধ হয়ে যায়। অনেক ক্ষণ চুপচাপ ছিল গ্রুপটা। বারবার মেসেজ পাঠিয়েও লাভ হয়নি। দুপুর সাড়ে বারোটা নাগাদ খবরটা পেলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE