Advertisement
২৬ এপ্রিল ২০২৪
NRC

এনআরসি-র ফর্মই ভরব না, এ বার বললেন অখিলেশ

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি ঘিরে বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে উত্তরপ্রদেশেও।

লখনউতে অখিলেশ যাদব। ছবি: এএফপি।

লখনউতে অখিলেশ যাদব। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ২০:০১
Share: Save:

উত্তরপ্রদেশে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) হলে আবেদনপত্রই পূরণ করবেন না তিনি। জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁর দাবি, এনআরসি এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর), দু’টোই দরিদ্র এবং সংখ্যালঘু মানুষের স্বার্থবিরোধী। তাই নাম তোলার প্রশ্নই ওঠে না।

রবিবার লখনউতে সাংবাদিক বৈঠক চলাকালীন অখিলেশ বলেন, ‘‘আমরা এনআরসি চাই না, কর্মসংস্থান আগে ঠিক হওয়া দরকার। দরকারে সবার আগে আমিই এনআরসি-র ফর্ম পূরণ করব না। আপানারা পাশে থাকবেন, না থাকবেন না? ফর্ম না পূরণ করলে বার করে দেবে! তাও বলছি, আমি ফর্ম পূরণ করব না। এনপিআর হোক বা এনআরসি, দু’টোই সংখ্যালঘু, মুসলিম এবং দরিদ্র মানুষের স্বার্থবিরোধী।’’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি ঘিরে বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে উত্তরপ্রদেশেও। গত কয়েক দিনে বিক্ষোভ চরমে উঠেছে সেখানে। এমনকি পুলিশের গুলিতে প্রাণহানির অভিযোগও সামনে এসেছে। এ দিন তারও তীব্র নিন্দা করেন অখিলেশ। তিনি বলেন, ‘‘পুলিশকে বলে রাখি, সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করলে কী হবে, আপনাদেরও বাবা-মায়ের নথিপত্র দেখাতে হবে।’’ দেশজুড়ে আর্থিক মন্দা এবং বেকারত্ব থেকে নজর ঘোরাতেই সরকার সিএএ এবং এনআরসি-কে ঢাল হিসাবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRC NPR Akhilesh Yadav Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE