Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

লাখে লাখে কমছে মোদীর টুইটার ফলোয়ারের সংখ্যা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট @narendramodi আর তেমন ভাবে টানছে না ফলোয়ার। ২৪ ঘণ্টার মধ্যেই মোদীর ফলোয়ার কমে গিয়েছে অন্তত ৩ লক্ষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ২০:১৬
Share: Save:

অধঃপতন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! তাঁর টুইটারের ফলোয়ারের সংখ্যা নেমে গিয়েছে দুদ্দাড়িয়ে।

টুইটারে ফলোয়ারের সংখ্যা যদি কারও জনপ্রিয়তার মানদণ্ড হয়, তা হলে কিছুটা উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতেই পারে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট @narendramodi আর তেমন ভাবে টানছে না ফলোয়ার। ২৪ ঘণ্টার মধ্যেই মোদীর ফলোয়ার কমে গিয়েছে অন্তত ৩ লক্ষ। ফলোয়ারের সংখ্যায় ভারতে এত দিন সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট। কম করে ১ লক্ষ ফলোয়ার কমেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (প্রাইম মিনিস্টার অফিস বা, পিএমও)-এর টুইটার অ্যাকাউন্ট- @PMOIndia-এরও।

পরিসংখ্যান সৌজন্যে: টুইটার

গত ১১ জুলাই টুইটারের তরফে ঘোষণা করা হয়, ফেক অ্যাকউন্টের বিরুদ্ধে তারা নামছে বড়সড় অভিযানে। এর পরেই টুইটার ফলোয়ারের সংখ্যায় ঝুপ করে নেমে যায় প্রধানমন্ত্রী মোদীর অ্যাকাউন্ট। গত ১২ জুলাই প্রধানমন্ত্রী মোদীর টুইটার ফলোয়ারের সংখ্যা ছিল ৪ কোটি ৩৪ লক্ষ। পরের দিন, ১৩ জুলাই তা নেমে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লক্ষে।

The #SwachhTwitter initiative is already showing results 👏👏@narendramodi's account is already down 300,000 bots 👍👍
But what is worrisome is that @SrBachchan will now have a meltdown 😬😬 pic.twitter.com/dKZ8YpokT6

আরও পড়ুন- নরেন্দ্র নন, সাড়া বেশি রাহুলের টুইটে

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য!​

আর তা তাঁর ফলোয়ারদের নজরও এড়ায়নি। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডলেই সে কথা জানিয়েছেন এক ফলোয়ার।

গত ১১ জুলাই টুইটারের তরফে জানানো হয়েছিল, গত কয়েক বছরে বেশ কিছু টুইটার অ্যাকাউন্টের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে সেগুলিকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা করা হবে জরুরি ভিত্তিতেই। বলা হয়, ব্লক্‌ড অ্যাকাউন্টগুলিকে ফলোয়ারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।

এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পিএমও-র টুইটার অ্যাকউন্টে ফলোয়ারের সংখ্যার ঘটে দ্রুত অধঃপতন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE