Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National Eligibility Test

হিজাব না সরানোয় পরীক্ষা দেওয়া হল না ছাত্রীর

পরীক্ষা হলে পরিদর্শক নির্দেশ দিয়েছিলেন হিজাব সরানোর জন্য। কারণ, ছবি তুলতে হবে। সেই নির্দেশ মানতে চাননি ২৪ বছরের ছাত্রীটি। জানিয়েছিলেন মুখমণ্ডলের নয়, শুধুমাত্র কানের ছবি তোলাই সম্ভব।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪
Share: Save:

পরীক্ষা হলে পরিদর্শক নির্দেশ দিয়েছিলেন হিজাব সরানোর জন্য। কারণ, ছবি তুলতে হবে। সেই নির্দেশ মানতে চাননি ২৪ বছরের ছাত্রীটি। জানিয়েছিলেন মুখমণ্ডলের নয়, শুধুমাত্র কানের ছবি তোলাই সম্ভব।

যদিও ছাত্রীটির সেই প্রস্তাব মানেননি পর্যবেক্ষক। তা নিয়ে দু’জনের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় চলে। ছাত্রীটির দাবি, শেষ পর্যন্ত হিজাব না সরানোর জন্য পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাঁকে।

গত মঙ্গলবার ঘটনাটি ঘটে গোয়ার পানাজিতে। সাফিনা খান নামে ওই ছাত্রীর অভিযোগ, সে দিন ন্যাশনাল এলিজিবিটি টেস্টদিতে গিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘‘পরীক্ষা হলে ঢোকার পর পর্যবেক্ষক আমার হিজাব সরাতে বলেন। আমি তাঁকে জানাই এটা সম্ভব নয়। হিজাব সামান্য সরিয়ে কান দেখার ব্যবস্থা করে দেওয়ার কথা জানাই। কিন্তু, এই পর্যবেক্ষক কিছুতেই মানতে চাননি।’’

আরও পড়ুন: ঘুষ দেবেন বলে পথে পথে ভিক্ষা কৃষকের

আরও পড়ুন: কর্নাটকে মন্দিরের প্রসাদে মেশানো হয়েছিল ১৫ বোতল বিষ, গ্রেফতার পাঁচ

ছাত্রীটির আরও দাবি, ‘‘হিজাব না সারানোর জন্য সে দিন আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।’’ পরে ওই ছাত্রী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NET Hijab Woman Goa National Eligibility Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE