Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

ফুল-মিষ্টি-স্লোগানে ভাসছে গ্রাম, আনন্দে খেতেই ভুলে গিয়েছিল

২২ বছর আগে ছেলে বাড়ি ছেড়েছিল! কিন্তু, এমন একটা দিন যে আসবে তা তখন কল্পনাতেও আসেনি তাঁদের। শুক্রবার রাতের ঘুমটাও আর পাঁচটা দিনের মতোই ছিল।

গ্রামবাসীর সঙ্গে আনন্দে মেতে যোগী আদিত্যনাথের পরিবার।

গ্রামবাসীর সঙ্গে আনন্দে মেতে যোগী আদিত্যনাথের পরিবার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৩:৩২
Share: Save:

২২ বছর আগে ছেলে বাড়ি ছেড়েছিল! কিন্তু, এমন একটা দিন যে আসবে তা তখন কল্পনাতেও আসেনি তাঁদের।

শুক্রবার রাতের ঘুমটাও আর পাঁচটা দিনের মতোই ছিল। শনিবার সকালে ঝুড়ি আর হাতে একটা কাস্তে নিয়ে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন দিদি শশী। তখনই ফোনটা আসে। খবর পান, তাঁর ভাই-ই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তার পর এক ছুট্টে চলে এসেছিলেন বাড়িতে। বাবা আনন্দ সিংহকে খবরটা দেওয়ার পরই টিভির সামনে বসে পড়েছিলেন সপরিবার। সেই শুরু তার পর সারা দিন টিভির পর্দাতেই চোখ আটকেছিল তাঁদের। শুধু তাঁর পরিবারেরই নয়, পউরি জেলার পানচুর গ্রামের সমস্ত গ্রামবাসীর।

সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপি শিবির থেকে ঘোষণা করা হয় যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হবে। টিভিতে সেই খবরটা ভেসে ওঠার পর থেকেই উল্লাসে ফেটে পড়েছিল পানচুর।

আরও পড়ুন: দেখে চিনতে পারছেন, কার ছবি বলুন তো?

বাবা আনন্দ সিংহ এবং মা সাবিত্রী দেবীকে মালা পরিয়ে দিয়েছেন গ্রামবাসী।

২২ বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ভাই অজয় সিংহ যে কবে যোগী আদিত্যনাথ হয়ে গেলেন তা মনে করতে পারছেন না দিদি শশী সিংহ। সোমবার তিনি বলেন, ‘‘শুধু এটুকুই মনে রয়েছে যে বেরিয়ে যাওয়ার আগে ভাই বাবাকে বলেছিল, এই চার দেওয়ালের মধ্যেই তুমি থাকো। আমাকে সমাজের সেবা করতে হবে।’’ সেই দিনটার কথাই আজ খুব মনে পড়ছে বাবা আনন্দের। এত বছর পড়েও সমাজসেবার লক্ষ্যে যে ছেলে অটল, তাই মনে করছেন তিনি। সমাজসেবা করতে গেলে আগে রাজনীতিতে নিজের জায়গাটা পোক্ত করাটা জরুরি। তিনি জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে সেটাই করতে চাইছে ছেলে।

ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE