Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

নক্ষত্রখচিত মঞ্চে শপথ যোগী আদিত্যনাথের, উৎসবে মাতল বিজেপি

গমগম করছিল স্মৃতি উপবন। গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয়, গেরুয়া টুপিতে ছয়লাপ গোটা ভিড়টা, উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ১৪ বছর পর উত্তরপ্রদেশের মদনদ ফিরেছে বিজেপির হাতে। তাও নিরঙ্কুশ এবং অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। গোরক্ষপুর মঠের প্রধান যোগী আদিত্যনাথ শপথ নেবেন দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৪:২২
Share: Save:

গমগম করছিল স্মৃতি উপবন। গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয়, গেরুয়া টুপিতে ছয়লাপ গোটা ভিড়টা, উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ১৪ বছর পর উত্তরপ্রদেশের মদনদ ফিরেছে বিজেপির হাতে। তাও নিরঙ্কুশ এবং অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। গোরক্ষপুর মঠের প্রধান যোগী আদিত্যনাথ শপথ নেবেন দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, দলের তিন প্রাক্তন সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, বেঙ্কাইয়া নাইডু, নিতিন গডকড়ী— কে নেই যোগীর শপথ গ্রহণের মঞ্চে! হাজির ১১টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। একে নির্বাচনে বিপুল বিজয়, তার উপরে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য এমন এক মঞ্চ, যাকে নক্ষত্রখচিত বললেও কম বলা হয়। স্মৃতি উপবনে জমা হওয়া বিশাল ভিড়টা যে আবেগে আপ্লুত হয়ে পড়বে, তা মোটেই অস্বাভাবিক নয়। বিজেপি কর্মী-সমর্থকদের সেই বাঁধা-ভাঙা আবেগ আর মুহূর্মুহূ ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে সাক্ষী রেখে রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। জেনে নিন ঠিক কেমন ছিল সেই হাই প্রোফালই শপথ গ্রহণ অনুষ্ঠান:

• যোগী আদিত্যনাথ এবং দুই মুখ্যমন্ত্রী ছাড়া মোট ৪৭ জন মন্ত্রী শপথ নিলেন লখনউয়ের স্মৃতি উপবনে। তাঁদের মধ্যে ২২ জন ক্যাবিনেট মন্ত্রী। বাকিরা প্রতিমন্ত্রী।

• সিদ্ধার্থনাথ সিংহ এবং শ্রীকান্ত শর্মা উত্তরপ্রদেশ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন।

শপথের মঞ্চে যোগীকে অভিনন্দন মোদীর। —নিজস্ব চিত্র।

• যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় থাকছে মুসলিম মুখও। মহসিন রাজাকে উত্তরপ্রদেশ মন্ত্রিসভার সদস্য করল বিজেপি। তিনি এই মন্ত্রিসভার এক মাত্র মুসলিম সদস্য।

• এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির প্রার্থী তালিকায় এক জন মুসলিমেরও ঠাঁই হয়নি। কিন্তু বিপুল জয়ের পর মন্ত্রিসভায় মুসলিমদের প্রতিনিধিত্ব রাখল গেরুয়া শিবির।

শপথ যোগী আদিত্যনাথের। —নিজস্ব চিত্র।

• উত্তরপ্রদেশের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন চেতন চৌহান। প্রাক্তন জাতীয় ক্রিকেটার চেতন চৌহান দীর্ঘ দিন ধরেই বিজেপির সঙ্গে রয়েছেন।

• যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শপথ নিলেন রীতা বহুগুণা যোশী।

• উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কিছু দিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রীতা। অবিভক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গঢ়বালের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা হেমবতীনন্দন বহুগুণার কন্যা রীতা বহুগুণা যোশী লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে মুলায়ম সিংহের কনিষ্ঠ পুত্রবধূ অপর্ণা যাদবকে বিপুল ভোটে হারিয়েছেন এ বারের নির্বাচনে। এর আগের নির্বাচনেও ওই আসন থেকে রীতাই জয়ী হয়েছিলেন, তবে কংগ্রেসের টিকিটে।

শপথ শেষে কর্মীদের সঙ্গে সমবেত শুভেচ্ছা বিনিময় বিজেপির নক্ষত্রদের। —নিজস্ব চিত্র।

• সূর্যপ্রতাপ শাহী, স্বামীপ্রসাদ মৌর্য শপথ নিলেন মন্ত্রী হিসেবে।

• রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিলেন উত্তরপ্রদেশের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন তিনি। হাজির হলেন মুলায়ম সিংহ যাদবও।

লখনউতে শপথ যোগীর, পটনায় উৎসবে বিজেপি। ছবি: পিটিআই।

• দীনেশ শর্মাও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তিনি উত্তরপ্রদেশে বিজেপির সবচেয়ে প্রভাবশালী ব্রাহ্মণ মুখ।

• আদিত্যনাথের পরে শপথ নিলেন উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তিনি উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির সভাপতি পদেও রয়েছেন।

• যোগী আদিত্যনাথকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ পাঠ করালেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নাইক।

আরও পড়ুন: উৎসবের নামে উপদ্রব নয়, শপথের আগেই নির্দেশ আদিত্যনাথের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE