Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

‘জওহর কোট পরলেই নেহরু হওয়া যায় না’, মোদীকে খোঁচা আহমেদ পটেলের

মোদীর নাম না করেও বলেন, ‘‘জওহর কোট পরলেই আপনি জওহরলাল নেহরু হতে পারবেন না, ঘন ঘন বিদেশ সফরে গিয়ে ইন্দিরা গাঁধী হতে পারবেন না অথবা ডিজাইনার কুর্তা-জ্যাকেট পরেও হতে পারবেন না রাজীব গাঁধী। তার জন্য আপনাকে ওঁদের মতো ত্যাগ স্বীকার করতে হবে। সেটা করার সাহস আপনার আছে?’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (ডান দিকে) মোদীর পোশাক নিয়ে কটাক্ষ আহমেদ পটেলের। —ফাইল চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (ডান দিকে) মোদীর পোশাক নিয়ে কটাক্ষ আহমেদ পটেলের। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
গাঁধীনগর শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:১৭
Share: Save:

তাঁর ‘কোট বিলাসিতা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই রসিকতা ঘোরাফেরা করে। নোটের রঙের সঙ্গে তাঁর কোটের রঙ মিলিয়ে ছবি, মিম ঘুরে বেড়ায় ফেসবুক, হোয়াটস্অ্যাপে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই কোট নিয়েই ফ্যাশন স্টাইল নিয়েই কংগ্রেস নেতা আহমেদ পটেলের কটাক্ষ, ‘জওহর কোট পরলেই জওহরলাল নেহরু হওয়া যায় না’।

মোদীর রাজ্য গুজরাতের সবরকান্থা জেলার হিম্মতনগরে একটি জনসভায় যোগ দেন আহমেদ পটেল। সেখানেই মোদীকে নিশানা করেন সনিয়া গাঁধীর প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা। মোদীর নাম না করেও বলেন, ‘‘জওহর কোট পরলেই আপনি জওহরলাল নেহরু হতে পারবেন না, ঘন ঘন বিদেশ সফরে গিয়ে ইন্দিরা গাঁধী হতে পারবেন না অথবা ডিজাইনার কুর্তা-জ্যাকেট পরেও হতে পারবেন না রাজীব গাঁধী। তার জন্য আপনাকে ওঁদের মতো ত্যাগ স্বীকার করতে হবে। সেটা করার সাহস আপনার আছে?’’

সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়ে হারের পর প্রশ্নের মুখে পড়েছে বিজেপি নেতৃত্ব। এ নিয়েও আহমেদ পটেলের তোপের মুখে পড়েন মোদী। তিনি বলেন, ‘‘২০১৪ সালে ক্ষমতায় আসার সময় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ভেবেছিলেন, সারাজীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু সেটা ছিল আপনার অহংকার। চার বছরেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন। সেই কারণেই তিন রাজ্যে কংগ্রেস জিতেছে। আপনি জানেন না, মানুষ যদি আপনাকে ক্ষমতায় বসাতে পারে, সেই মানুষই আপনাকে ছুড়ে ফেলে দিতে পারে।’’

আরও পড়ুন: ‘আমিও অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, বললেন দেবগৌড়া

আরও পড়ুন: চণ্ডীগড়ের পাঁচ তারা হোটেলের স্পা-তে বিদেশি মহিলাকে ধর্ষণ!

মোদী এবং বিজেপি বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে, ৭০ বছরে কংগ্রেস যা করতে পারেনি, বিজেপি চার বছরেই সেটা করে দেখিয়েছে। সেই স্লোগানই ফিরিয়ে দিয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদের খোঁচা, নোটবন্দির মাধ্যমে ওরা বিজেপি চার বছরে যে ভাবে দেশের মানুষকে লুটেছে, কংগ্রেস ৬০-৭০ বছরে তা কোনওদিন করেনি।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Ahmed Patel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE