Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘পাকিস্তানে যা’, বলেই গুলি মুসলিম যুবককে

অভিযোগ, গত কাল মত্ত অবস্থায় রাজীব রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করে। বছর তিরিশের ওই ফেরিওয়ালা জানান, তাঁর নাম মহম্মদ কাশিম। কাশিমের অভিযোগ, এই শুনেই ওই মত্ত যুবক তাঁকে বলে, ‘এখানে কী করছিস? পাকিস্তানে যা।’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০২:২৪
Share: Save:

এক যুবককে সংখ্যলঘু হওয়ার কারণেই গুলি করা হল। বিহারের বেগুসরাইয়ের চেরিয়া-বরিয়ারপুর থানার কুম্ভি গ্রামের ঘটনা। পুলিশ বিদ্বেষমূলক অপরাধের ঘটনায় রাজীব যাদব নামে এক যুবকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

অভিযোগ, গত কাল মত্ত অবস্থায় রাজীব রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করে। বছর তিরিশের ওই ফেরিওয়ালা জানান, তাঁর নাম মহম্মদ কাশিম। কাশিমের অভিযোগ, এই শুনেই ওই মত্ত যুবক তাঁকে বলে, ‘এখানে কী করছিস? পাকিস্তানে যা।’ দু’জনের কথা কাটাকাটি হয়। এর পরেই একটি ‘ওয়ানশটার’ বের করে কাশিমকে রাজীব গুলি করে। গুলি কাশিমের পিঠে লাগে। সেই অবস্থাতেই কাশিম পালায়। কাশিম এখন হাসপাতালে চিকিৎসাধীন। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এই ঘটনার প্রেক্ষিতে বেগুসরাই লোকসভা আসনের সদ্য ‘রানার্স’ তথা সিপিআইয়ের কানহাইয়া কুমার অভিযোগ করেছেন, যে নেতারা এই বিদ্বেষের রাজনীতি ছড়িয়েছেন, তাঁরাই এই ঘটনার জন্য দায়ী। তিনি অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। কানহাইয়ার আক্রমণের লক্ষ্য অবশ্যই তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বেগুসরাইয়ের বিজয়ী সাংসদ, বিজেপির গিরিরাজ সিংহ। এর আগে গিরিরাজ দেশের একাধিক ব্যক্তিকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রাজীবের কথাতেও তাই সেই গিরিরাজেরই ছায়া দেখছেন কানহাইয়ারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Communal Hatred
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE