Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Crime

অন্য মেয়েকে বিয়ে, প্রাক্তন প্রেমিকের উপর অ্যাসিড হামলা তরুণীর

অভিযুক্ত তরুণীর সঙ্গে ওই যুবকের তিন বছরের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৭
Share: Save:

প্রাক্তন প্রেমিকের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যায়। পরে অন্যত্র বিয়ে করে নেন ওই যুবক। তা মেনে নিতে না পেরে ওই তরুণী অ্যাসিড হামলা চালান বলে দাবি ছেলেটির পরিবারের।

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার পেড্ডা কোট্টালা গ্রামে গত শুক্রবার এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অ্যাসিড হামলার শিকার ওই যুবকের নাম নগেন্দ্রে। একটি মুদিখানার দোকানে কাজ করেন তিনি। অভিযুক্ত সুপ্রিয়ার সঙ্গে তিন বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। দু’জনে বিয়ে করবেন বলেও ঠিক করেন।

কিন্তু তাঁদের প্রণয়ে বাধা হয়ে জাতপাতের ভেদাভেদ। নগেন্দ্র ও সুপ্রিয়া, দু’জনের পরিবারই বিয়েতে রাজি ছিল না। তাই শেষমেশ বিয়ে ভেঙে যায় এবং গত মাসে লক্ষ্মী নামের অন্য এক তরুণীকে বিয়ে করে সংসার পাতেন নগেন্দ্র, যা একেবারেই মেনে নিতে পারেননি সুপ্রিয়া। তাই নগেন্দ্রকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন তিনি।

আরও পড়ুন: জঙ্গলমহলে বেড়াতে গিয়ে সশস্ত্র মাওবাদী স্কোয়াডের মুখোমুখি পর্যটকরা​

আরও পড়ুন: পরীক্ষা নির্ধারিত দিনেই, জেইই-নিট স্থগিতের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে​

হামলার প্রায় সঙ্গে সঙ্গেই ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ওই যুবকের পরিবারের অভিযোগ, এই নিয়ে দ্বিতীয় বার তাদের ছেলের উপর অ্যাসিড হামলা করলেন সুপ্রিয়া। সপ্তাহ খানেক আগেও এক বার একই চেষ্টা করেন তিনি।

পুলিশকে নগেন্দ্র জানিয়েছেন, সুপ্রিয়ার সঙ্গে কথা বলেই অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি সম্পর্কে ইতি টানার জন্য সুপ্রিয়া তাঁর কাছ থেকে টাকাও নেন বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। সুপ্রিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Acid Attack Andhra Pradesh Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE