Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জ়াকির: মুখ পুড়ল দিল্লির

নয়াদিল্লির দাবি, জ়াকিরকে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে মালয়েশিয়ার সরকারের কাছে। কিন্তু সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মহাথির মহম্মদের তরফে এই আবেদনের বিষয়টিকে উহ্য রেখে জানানো হয়েছে, আগে এই নিয়ে যাবতীয় নিয়ম এবং শর্ত পালন করুক ভারত।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ০৪:১২
Share: Save:

জঙ্গি-যোগের দায়ে অভিযুক্ত বিতর্কিত ধর্মপ্রচারক জ়াকির নায়েককে মালয়েশিয়া থেকে দেশে ফেরানোর প্রশ্নে এখনও কোনও আশার আলো দেখাতে পারেনি মোদী সরকার। নয়াদিল্লির দাবি, জ়াকিরকে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে মালয়েশিয়ার সরকারের কাছে। কিন্তু সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মহাথির মহম্মদের তরফে এই আবেদনের বিষয়টিকে উহ্য রেখে জানানো হয়েছে, আগে এই নিয়ে যাবতীয় নিয়ম এবং শর্ত পালন করুক ভারত। তার পর মালয়েশিয়ার আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

রাজনৈতিক সূত্রের বক্তব্য, বিষয়টিতে নিঃসন্দেহে মুখ পুড়েছে মোদী সরকারের। কেন না গত মে মাসে মহাথির সরকার ক্ষমতায় আসার ঠিক পরেই ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে কুয়ালা লামপুরে নেমেছিলেন মোদী। সেখানে মালয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে জ়াকির নায়েককে ফেরানোর বিষয়টি তোলেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে মহাথির মোদীকে কথা দেন যে, এই নিয়ে যা করার তাঁর সরকার করবে। তাঁর কথায় মোদী এতটাই ভরসা পেয়েছিলেন যে, ক’দিন পরে শাংগ্রিলা বক্তৃতায় মহাথির মহম্মদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সব চেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও বর্ণনা করেছিলেন তিনি! কিন্তু তার ক’দিন পরেই খোদ জ়াকির নায়েকের সঙ্গে মহাথিরের হাত মেলানোর ছবি বিলক্ষণ মুখ পুড়িয়েছে ভারতের। অনেকেই বলছেন, বিদেশনীতিতে মোদীর ব্যর্থতার দীর্ঘ তালিকায় আরও একটি অধ্যায় যোগ করেছে মালয়েশিয়া।

হতাশ নয়াদিল্লি ভারত এর পরে সে দেশের ভারতীয় বংশোদ্ভূত তিন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করেছে। তাঁরা মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপনও করেছেন। তবে তাতে কাজের কাজ কতটা হবে এবং কবে এই বিতর্কিত ধর্মপ্রচারককে দেশে ফেরানো যাবে, তা নিয়ে এখনও অন্ধকারেই মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE