Advertisement
২০ এপ্রিল ২০২৪

ডিমাপুরে ঝামেলার খবর পাননি মন্ত্রীই

শরিফুদ্দিন-হত্যার আগের দিন ডিমাপুরের তিনটি বাজারে ভাঙচুর, সংখ্যালঘুদের দোকানে অগ্নিসংযোগের খবর তাঁকে দেয়নি পুলিশ এমনই দাবি করলেন নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই প্যাটন। তিনি জানিয়েছেন, ঘটনার কয়েক দিন আগে থেকে তিনি ও মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং নয়াদিল্লিতে ছিলেন। অগ্নিগর্ভ পরিস্থিতির আগাম আঁচ তাঁরা টের পাননি।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০৩:১৫
Share: Save:

শরিফুদ্দিন-হত্যার আগের দিন ডিমাপুরের তিনটি বাজারে ভাঙচুর, সংখ্যালঘুদের দোকানে অগ্নিসংযোগের খবর তাঁকে দেয়নি পুলিশ এমনই দাবি করলেন নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই প্যাটন। তিনি জানিয়েছেন, ঘটনার কয়েক দিন আগে থেকে তিনি ও মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং নয়াদিল্লিতে ছিলেন। অগ্নিগর্ভ পরিস্থিতির আগাম আঁচ তাঁরা টের পাননি। এ সবের জন্য পুলিশ ও প্রশাসনের মধ্যে সমণ্বয়ের অভাবকেই তিনি দায়ী করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটন জানান, ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চলছে। ওই দিন পুলিশের গুলিতে নিহত যুবকের পরিবারকে ১ লক্ষ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য। শরিফুদ্দিনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

ধর্ষণের অভিযোগ ঘিরে ৩ মার্চ থেকেই উত্তপ্ত ডিমাপুর। পুলিশ সূত্রে খবর, ৪ মার্চ শহরে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের বিরুদ্ধে মিছিল বের হয়। সংখ্যালঘু ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিলের দাবিতে হামলা হয় পুরসভায়। হাজি মার্কেট, নিউ মার্কেট ও হংকং মার্কেটে সংখ্যালঘু ব্যবসায়ীদের দোকান ও ঘর ভাঙচুর করা হয়। কয়েকটিতে আগুনও দেওয়া হয়। তার জেরে ডিমাপুরে জারি হয় ১৪৪ ধারা। পর দিন শহরের কেন্দ্রীয় কারাগার ভেঙে শরিফুদ্দিনকে বের করে পিটিয়ে মারে জনতা। নাগাল্যান্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শরিফুদ্দিন হত্যাকাণ্ড নিয়ে ৪টি মামলা দায়ের করা হয়েছে। বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি বিশেষ তদন্তকারী দল গড়েছে পুলিশও। শরিফুদ্দিনকে জেল ভেঙে বের করার সময় কয়েক জন বন্দিও পালিয়েছিল। দু’জনকে গ্রেফতার করা গেলেও, পলাতক ২ জঙ্গির খোঁজ মেলেনি। এ দিকে, মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদকে শো-কজ করেছে দলীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত আহমেদের কাছে জানতে চেয়েছেন অন্য রাজ্যের আইন-শৃঙ্খলায় হস্তক্ষেপ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। সব জেনেবুঝেও কেন তিনি এত স্পর্শকাতর ঘটনার দায় মুখ্যমন্ত্রী গগৈয়ের উপরে চাপালেন?এ দিকে, নাগাল্যান্ডের জেলগুলিতে বন্দি অ-নাগা কয়েদিদের নিরাপত্তা নিশ্চিত করতে নাগাল্যান্ড সরকারকে নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার শুনানিতে এ দিন কার্যনির্বাহী প্রধান বিচারপতি কে শ্রীধর রাও ও বিচারপতি পি কে শইকিয়ার বেঞ্চ ওই নির্দেশ দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dimapur rape sharifuddin murder case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE