Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লগ্নি সংস্থা টিউলিপে হানা বাংলা, ওড়িশায়

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যেও তল্লাশি চালানো হয়েছিল। রিয়েল টিউলিপ ইন্ডিয়া লিমিটেড নামে অন্য একটি লগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে আবার একযোগে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল সিবিআই। বুধবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার আটটি এবং ওড়িশার একটি জায়গায় হানা দেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৮
Share: Save:

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যেও তল্লাশি চালানো হয়েছিল। রিয়েল টিউলিপ ইন্ডিয়া লিমিটেড নামে অন্য একটি লগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে আবার একযোগে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল সিবিআই। বুধবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার আটটি এবং ওড়িশার একটি জায়গায় হানা দেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

অভিযোগ, নিয়মবিরুদ্ধ ভাবে প্রচুর টাকা তুলেছে টিউলিপ। কেলেঙ্কারির আয়তনে ওই সংস্থা যে কম যায় না, বুধবার সিবিআইয়ের রণসজ্জায় সেটা পরিষ্কার। সল্টলেকের সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতর থেকে এ দিন প্রায় ১২টি দলে ভাগ হয়ে অভিযান শুরু করেন তদন্তকারীরা। ইছাপুর, ব্যারাকপুর, খড়দহ, বাইপাসের একটি আবাসন, টালিগঞ্জ, যাদবপুর-সহ আটটি জায়গায় যান তাঁরা। টিউলিপের অফিস এবং সংস্থার অধিকর্তা তীর্থ হালদার, প্রসেনজিৎ শীল, মলয় হালদার, মলয় গুহ, দীপঙ্কর ঘোষ-সহ অনেকের বাড়িতে তল্লাশি চলে।

এ দিকে সারদা রিয়েলটি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে সিবিআই। সেই চার্জশিটে ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র, সাংসদ কুণাল ঘোষ, সাংসদ সৃঞ্জয় বসু এবং নরেশ ভালোড়িয়ার নাম থাকতে পারে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, পরিপূরক চার্জশিট পেশ করা হতে পারে চলতি মাসেই।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, অ্যামাজন অ্যাগ্রো প্রোডাক্টস সংস্থাকে টাকা তোলা থেকে বিরত থাকার জন্য এ দিনই নির্দেশ দিয়েছে সেবি। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cbi odisha bengal saradha scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE