Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শিলচরও হারাল কংগ্রেস

মোদী-ম্যাজিকে সন্তোষমোহন দেবের শহর শিলচরে ১২ বছর পর পুরসভা হারাল কংগ্রেস। আজ পুরভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, সেখানকার ২৮টি আসনের মধ্যে ১৭টিই দখল করেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৮টি আসন। অবশ্য শুধু শিলচরই নয়, বরাক উপত্যকায় এ দিন হাওয়া চলেছে বিজেপির দিকেই। লক্ষ্মীপুর, লালা, বদরপুরেও কংগ্রেসকে পিছনে ফেলেছেন গেরুয়া পার্টির প্রার্থীরা। তবে হাইলাকান্দি, করিমগঞ্জে কিছুটা ভাল ফল করেছে সনিয়া গাঁধীর দল।

শিলচরে বিজেপি সমর্থকদের উল্লাস। ছবি: সুদীপ সিংহ।

শিলচরে বিজেপি সমর্থকদের উল্লাস। ছবি: সুদীপ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:২৬
Share: Save:

মোদী-ম্যাজিকে সন্তোষমোহন দেবের শহর শিলচরে ১২ বছর পর পুরসভা হারাল কংগ্রেস। আজ পুরভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, সেখানকার ২৮টি আসনের মধ্যে ১৭টিই দখল করেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৮টি আসন।

অবশ্য শুধু শিলচরই নয়, বরাক উপত্যকায় এ দিন হাওয়া চলেছে বিজেপির দিকেই। লক্ষ্মীপুর, লালা, বদরপুরেও কংগ্রেসকে পিছনে ফেলেছেন গেরুয়া পার্টির প্রার্থীরা। তবে হাইলাকান্দি, করিমগঞ্জে কিছুটা ভাল ফল করেছে সনিয়া গাঁধীর দল।

কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের বক্তব্য, “লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের তুলনায় দল এ বার অনেকটাই ভাল জায়গায় রয়েছে।” নির্বাচন দফতরের হিসেবে, গত বছরের লোকসভা ভোটে শিলচর কেন্দ্রে সুস্মিতাদেবী জয়ী হলেও, পৌর এলাকার ২৫টি ওয়ার্ডে কম ভোট পেয়েছিলেন। পুরভোটকে অবশ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে দেখতে নারাজ সুস্মিতাদেবী। তাঁর কথায়, “রাজনীতিতে প্রতি দিন পরিস্থিতি বদলায়। দেড় বছর পর কী হবে, তা এখনই বলা যায় না।” বরাকের বিজেপি বিধায়ক দিলীপ পাল বলছেন, “ভোটের ফলেই, মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।”

শিলচরের প্রবীণ আইনজীবী নীহারেন্দ্র নারায়ণ ঠাকুরকে পুরপ্রধান পদপ্রার্থী ঘোষণা করে ভোটে লড়েছিল বিজেপি। তার ফলও মিলেছে। নীহারেন্দ্রবাবু জিতেছেন। শহরের বিভিন্ন ওয়ার্ডে জয়ী হয়েছেন আরও ১৬ জন বিজেপি প্রার্থী। তবে দেব পরিবারের ২৭ নম্বর ওয়ার্ড

থেকে গিয়েছে কংগ্রেসের হাতেই। জিতেছেন কংগ্রেসের প্রাক্তন পুরপ্রধান তমালকান্তি বণিকও। তবে জেলা মহিলা কংগ্রেস সভাপতি সঞ্চিতা আচার্য নিজের আসন ধরে রাখতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shilchor congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE