নিীজস্ব প্রতিবেদন
একাধিক সূত্র যোগ করে গোয়েন্দারা মনে করছেন, হামলার দায়িত্বে এই দুই জঙ্গি থাকলেও লাটাই ছিল জইশ চিফ মাসুদ আজহারের হাতেই।
সংবাদ সংস্থা
মাত্র দশ টাকায় বিক্রি হচ্ছিল শাড়ি! তাতেই তুলকালাম কাণ্ড বেধে গেল হায়দরাবাদের একটি শপিংমলে। শাড়ি কেনার উত্তেজনা আর তাড়াহুড়োর চোটে পদপিষ্ট হয়ে প্রাণ হারানোর জোগাড় হয়েছিল ভিড় করে আসা মহিলাদের।
সংবাদ সংস্থা
আগামী দুই সপ্তাহের জন্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলেও এ দিন টুইটে দাবি করেন রেলমন্ত্রী।
সংবাদ সংস্থা
৬২ বছর বয়সে ধরা পড়েছিল মৃগী। বর্তমানে তাঁর বয়স ৮৬। মৃগীকে হারিয়েছেন তো বটেই, গত ২৩ বছর ধরে প্রায় চার লক্ষ কিলোমিটার সাইকেল চালিয়েছেন বাইলাহাল্লি রঘুনাথ জনার্দন।
সংবাদ সংস্থা
গত ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার ছিল মানেকের মেয়ে অ্যামির বিয়ে। তোড়জোড় শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু তার ঠিক আগের দিনেই কাশ্মীরে ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর সিআরপিএফ জওয়ানদের কনভয়ের উপর জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর আত্মঘাতী হামলায় নিহত হন ৪৯ জন।
সংবাদ সংস্থা
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার দিন তিনেকের মধ্যেই রাজস্থানের পোখরানে নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ুসেনা।
অগ্নি রায়
উপস্থিত কংগ্রেস, তৃণমূল সাংসদদের আপত্তিতে খসড়া থেকে ওই অংশটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। এসপি, বাম-সহ অন্য বিরোধীরাও আপত্তি তোলেন। রাজনৈতিক সূত্রে এ কথা জানা গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা
এ বার কোন পথে এগোনো হবে তা নিয়ে সংশয় রয়েছে সরকারের অন্দরেই। পূর্ণ স্বাধীনতা বলতে কী বোঝানো হয়েছে তা নিয়েও সংশয় রয়েছে সরকারের অন্দরে।
নিজস্ব সংবাদদাতা
প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মতে, পুলওয়ামার হামলা যেন কোনও বিভেদকামী চক্রান্তে ইন্ধন না জোগায় তা নিয়ে সতর্ক থাকতে হবে।
অনমিত্র সেনগুপ্ত ও সাবির ইবন ইউসুফ
বৃহস্পতিবার পুলওয়ামায় যে হানায় নিহত হয়েছেন ৪৯ জন জওয়ান।
সংবাদ সংস্থা
তবে নিয়মিত ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের বদলে আজ নিজের সুর কিছুটা নিচু তারেই রাখলেন কংগ্রেস সভাপতি।
সংবাদ সংস্থা
ভিন্ রাজ্যের বাসিন্দা ওই কাশ্মীরিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
নিজস্ব সংবাদদাতা
বারাণসী থেকে নয়াদিল্লি ফেরার সময় শনিবার সকালে ট্রেনের চাকায় একটি গরু কাটা পড়ে। তাতেই ব্রেক আটকে যায় বলে জানিয়েছে রেল।
সংবাদ সংস্থা
সবাইকে টপকে গিয়েছেন কঙ্গনা রানাবত। তিনি সরাসরি শাবানা আজমি এবং জাভেদ আখতারকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়ে বসেছেন।
সংবাদ সংস্থা
গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা ও বয়ান বদলের জন্য ওই নাবালিকার মায়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।
নিজস্ব সংবাদদাতা
ছেলে ধনঞ্জয় বলে, ‘‘আমিও সেনাবাহিনীতে যোগ দিতে চাই। বাবাকে যারা মেরেছে তাদের আমি মারব।’’
নিজস্ব সংবাদদাতা
নাগাল্যান্ড ও মণিপুরের বহু জঙ্গিগোষ্ঠী এর ফলে চাপে পড়ে সরকারের সঙ্গে আলোচনাতেও বসতে রাজি হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা
এর পরে অন্য বিমান ও হেলিকপ্টার আনা হয়। তারপরেই দেহগুলি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের উদ্দেশে রওনা দেয় বিমান।
সংবাদ সংস্থা
কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেলে আনুগত্য দেখাতে হবে বিজেপির প্রতি। এমনটাই জানিয়েছে হিমাচল প্রদেশের বিজেপি।
উত্তম বিশ্বাস, কাশ্মীরে কনভয়ে থাকা জওয়ান
গত ৪ ফেব্রুয়ারি ছুটিতে বাড়ি যাওয়া জওয়ানদের এগিয়ে দিতে ও বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা জওয়ানদের আনতে ২৮৫ কিমি দূরে জম্মু গিয়েছিলাম।
সংবাদ সংস্থা
বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলার পর সর্বপ্রথম কাশ্মীরি নাগরিকদের নিরাপত্তার দাবি তোলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।
সংবাদ সংস্থা
বান্ধবীকে ‘অন্য রকম’ ফুল উপহার দেওয়ার কথা ভাবছিলেন তিনি। কিন্তু সেই ‘অন্য রকম’ ফুল কী হবে তা ভেবে না পেয়ে, শেষ পর্যন্ত কলিফ্লাওয়ার অর্থাত্ ফুলকপি কিনলেন বান্ধবীর জন্য!
সংবাদ সংস্থা
দুই ভাইপোর মৃত্যুর প্রতিশোধ নিতে গত বছর ডিসেম্বরের মাঝামাঝি জইশ কমান্ডার গাজি আব্দুল রশিদকে উপত্যকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় মাসুদ।
সংবাদ সংস্থা
সেনা সূত্রে খবর, নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন ওই সেনা অফিসার। তখনই বিস্ফোরণ ঘটে। নওসেরা সেক্টরে ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিস্ফোরক রাখা ছিল।
সংবাদ সংস্থা
তিনিই ভারতবর্ষের প্রথম নাগরিক যিনি এই ধরনের কোনও শংসাপত্র পেলেন।
সংবাদ সংস্থা
বৈঠকে যে প্রস্তাব উঠে আসে তাতে বলা হয়েছে, ‘সব দল এই হামলার তীব্র নিন্দা করেছে। এই শোকের মুহূর্তে গোটা দেশ ওই পরিবারগুলোর পাশে রয়েছে।’ সন্ত্রাসবাদ খতম করতে কংগ্রেস তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে কেন্দ্রকে।
সংবাদ সংস্থা
তাঁদের বক্তব্য, আদিল ছোটবেলায় এমন ছিল না। স্কুলে যেত, আসত। মোটামুটি শান্ত স্বভাবেরই ছেলে ছিল আদিল। কিন্তু ওই ঘটনাই তাকে রাগিয়ে দিয়েছিল।
সংবাদ সংস্থা
‘কোন আক্কেলে করাচি যেতে রাজি হয়েছিলেন তিনি’, এই প্রশ্ন তুলেছেন কঙ্গনা রানাউত।
সংবাদ সংস্থা
পুলওয়ামায় হামলার পর শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলেও।
সংবাদ সংস্থা
শুক্রবার নীরজ দেবী বলেন, “প্রদীপের সঙ্গে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতেই ফোনের ও পারে বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। কয়েক সেকেন্ডের চরম নিস্তব্ধতার পরই ফোনটা কেটে গেল।”
নিজস্ব প্রতিবেদন
শুক্রবার দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল ১৬ কামরার সম্পূর্ণ বাতানুকূল ট্রেনটি। উন্নতমানের বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে উৎসাহের পারদ চড়ছিল ক্রমেই। যদিও উদ্বোধনের পর দিনই মাঝ পথে আটকে যায় অত্যাধুনিক মানের এই ট্রেনটি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া বহু চর্চিত ট্রেনটির সম্বন্ধে এই তথ্যগুলির দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
সংবাদ সংস্থা
সিআরপিএফ জানিয়েছে, বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশী ছিল যে, এক জনের দেহ ছিটকে ৮০ মিটার দূরে পড়ে!
সংবাদ সংস্থা
উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মাঝ পথে আটকে গেল দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার বারাণসী থেকে ফেরার সময় মাঝ পথে থমকে যায় এটি।
সংবাদ সংস্থা
সম্প্রতি বারাণসীতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে যা ঘটল তা হার মানিয়ে দেবে অতীতের সবকিছুকে। ক্রিকেটের সম্পূর্ণ ‘দেশি’ সংস্করণের কী রকম হতে পারে, তারই আভাস দিল এই ক্রিকেট প্রতিযোগিতা।
সংবাদ সংস্থা
তবে জুনেইদের ভালবাসার এই পরিণতি দেওয়া আলোচনার বিষয় বস্তু হল কেন?
নিজস্ব সংবাদদাতা
‘তোমরা একটা মুম্বই করতে পারো, কিন্তু বালুচিস্তান হারাতে হবে।’
নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের মানুষ ‘পাল্টা জবাব’ চান। সেই প্রত্যাশা পূরণ করতে নিরাপত্তা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে।
বৃহসিপতিবার পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলা নিয়ে বেশ কতগুলি প্রশ্ন সামনে আসছে। সেগুলো হল:
নিজস্ব সংবাদদাতা
পাশাপাশি বিশ্বে পাকিস্তানকে একঘরে করার জন্য সব রকম প্রয়াস শুরু করে দিয়েছে বিদেশ মন্ত্রক।