Advertisement
১৯ এপ্রিল ২০২৪
science news

কাল সূর্যের বলয়গ্রাস, কলকাতায় সাড়ে ৩ ঘণ্টার আংশিক গ্রহণ

কপাল ভাল থাকলে, কলকাতার মানুষ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে দেখতে পারবেন এই গ্রহণ।

সূর্যের বলয়গ্রাস। ছবি- রয়টার্স।

সূর্যের বলয়গ্রাস। ছবি- রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২০ ১৫:৫৩
Share: Save:

সূর্যের বলয়গ্রাস গ্রহণ। তবে আগামী কাল, রবিবার এই বলয়গ্রাস কলকাতায় দেখা যাবে না। সূর্যের বলয়গ্রাসের পথ যাবে এ বার উত্তর ভারতের উপর দিয়ে। কলকাতা-সহ ভারতের বাকি অংশে শুধুই আংশিক গ্রহণ দেখা যাবে বলে সল্টলেকের ‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’-এর তরফে শনিবার জানানো হয়েছে।

তবে বর্ষায় সকাল থেকেই আকাশের মুখ ভার থাকলে সূর্যের খণ্ডগ্রাসও কতটা দেখা যাবে, তা নিয়ে তো অনিশ্চয়তা রয়েছেই। কপাল ভাল থাকলে, কলকাতার মানুষ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে দেখতে পারবেন এই গ্রহণ।

পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন বলছেন, “কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে ঠিক সকাল ১০টা ৪৬ মিনিটে। আর সেই গ্রহণ শেষ হবে দুপুর ২টো ১৭ মিনিটে। আকাশ যদি সকাল থেকেই মেঘে ঢাকা না থাকে, তা হলে টানা ৩ ঘণ্টা ৩১ মিনিট ধরে সূর্যের আংশিক গ্রহণ দেখার সুযোগ পাবেন কলকাতার মানুষ। কলকাতায় সূর্যের ৬৬ শতাংশ ঢাকা পড়বে। আর বলয়গ্রাসে উত্তর ভারতে ঢাকা পড়বে সূর্যের ৯৯ শতাংশই।’’

কলকাতার সূর্যগ্রহণ-ভাগ্য!

এর আগে টানা ৩ ঘণ্টা ৫ মিনিট ধরে আংশিক সূর্যগ্রহণ হয়েছিল কলকাতায়, গত বছরের ২৬ ডিসেম্বর। সাড়ে তিন বছরেরও বেশি সময় পর সূর্যগ্রহণ দেখার সুযোগ পেয়েছিল কলকাতা। তা দেখা গিয়েছিল কোচবিহার, দার্জিলিঙেও। ওই দিনই ভারতে হয়েছিল সূর্যের বলয়গ্রাস। যা সবচেয়ে ভাল ভাবে দেখা গিয়েছিল দক্ষিণ ভারতে। সে বারও বলয়গ্রাস দেখার সুযোগ পায়নি কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। ১০ বছর আগেও এক বার সূর্যগ্রহণ দেখতে পেয়েছিল কলকাতা। ২০১০ সালের ১৫ জানুয়ারি। ওই সময় ভারতে হয়েছিল বলয়গ্রাস।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য কলকাতা-সহ এ রাজ্যের হয়েছিল ৩৯ বছর আগে। ১৯৮০ সালে। তার পর ১৯৯৫, ১৯৯৯ ও ২০০৯ সালেও ভারতে হয়েছে সূর্যগ্রহণ। সেই সময়েও কয়েক বার আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলা থেকে।

আরও পড়ুন- প্রতি মাসেই একটা সূর্যগ্রহণ হত, যদি...

আরও পড়ুন- একুশ শতকে সূর্যকে ঢাকার সুযোগ চাঁদ পাবে আর ৫৫ বার!​

কেন বলয়গ্রাস? কেনই বা পূর্ণ ও খণ্ডগ্রাস?

সূর্যের আলোতেই আলোকিত হয় সবক’টি গ্রহ ও উপগ্রহ। চাঁদ মাঝখানে এসে পড়লে যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন তার ছায়া ঢেকে ফেলে পৃথিবীকে। সেটাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তখন পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যায় না। দিনেও নেমে আসে রাতের মতো ঘুটঘুটে অন্ধকার।

সূর্যের বলয়গ্রাস আর পূর্ণগ্রাসের মধ্যে ফারাকটা কোথায়? দেখুন ভিডিয়ো

আর সূর্যের আংশিক গ্রহণ তখনই হয়, যখন মাঝখানে ঢুকে পড়েও চাঁদ পুরোপুরি ঢেকে দিতে পারে না সূর্যকে। তার ফলে, কিছু ক্ষণের জন্য সূর্য ঢাকা পড়ে চাঁদে।

সূর্যের বলয়গ্রাসের সময় চাঁদ শুধুই সূর্যের কেন্দ্রটিকে ঢেকে দেয়। একটা চাকতির মতো। তার চার পাশ থেকে বেরিয়ে আসে সূর্যের আলো। যেন ‘রিং অফ ফায়ার’!

ভিডিও সৌজন্যে: নাসা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE