Advertisement
১৯ এপ্রিল ২০২৪
WhatsApp

হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে বিরক্ত? সমাধানের রাস্তা খুঁজছে সরকার

কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার আগে সেই ব্যক্তির সম্মতি নেওয়ার জন্য নতুন ফিচার আনতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে অনুরোধ জানাল কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ২০:৪৭
Share: Save:

অযাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসা প্রতিনিয়ত মেসেজের জেরে কি আপনি বিরক্ত? আপনাকে না জানিয়েই কেউ আপনাকে যুক্ত করে দিয়েছে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কিত এই ঝামেলার অবসান ঘটাতে এ বার উদ্যোগ নিল কেন্দ্র। কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার আগে সেই ব্যক্তির সম্মতি নেওয়ার জন্য নতুন ফিচার আনতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে অনুরোধ জানাল কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

সম্মতি ছাড়া অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ জমা হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রকে। সমাজের বিভিন্ন অংশ থেকেই অভিযোগ উঠছিল এ নিয়ে। তাই এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি চিঠি পাঠায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে।

সেই চিঠির উত্তরও দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ‘‘কোন ব্যক্তিকে যুক্ত করতে গেলে তাঁর নম্বর থাকতে হবে গ্রপ অ্যাডমিনের ফোনবুকে। ওই ব্যক্তি যদি দুই বার গ্রুপ থেকে বেরিয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আর গ্রুপে যুক্ত করতে পারবে না ওই গ্রুপ অ্যাডমিন।’’

আরও পড়ুন: ৩ বছর পর আসছে ভয়াবহ এল নিনো, খরার জোর আশঙ্কা ভারতে

কিন্তু এই উত্তরে সমস্যার সমাধান হয়নি। গ্রুপের থেকে দু’বারের বেশি বেরিয়ে আসার পরও অন্য অ্যাডমিন যদি যুক্ত করে? বা, অন্য একটি গ্রুপ তৈরি করে যদি ফের যুক্ত করা হয় ওই ব্যক্তিকে? সমস্যার এই দিকগুলিকে আলোকিত করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ফের চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেই চিঠির উত্তরের জন্য কেন্দ্র অপেক্ষা করছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের এক উচ্চপদস্থ অফিসার।

ভুয়ো খবর রটানো ও প্ররোচনামূলক পোস্টের প্রচারে হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবহার খুব একটা নতুন নয়। এই ভুয়ো খবর ও প্ররোচনা রুখতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে কেন্দ্র। সেই পদক্ষেপের অঙ্গ হিসাবেই কেন্দ্র চিঠি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি।

আরও পড়ুন: ভয়ঙ্কর দিন আসছেই? এ বছর আরও বেড়েছে বাতাসের বিষ, জানাল রাষ্ট্রপুঞ্জ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WhatsApp Group Central Govt Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE