Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Science

মহাকাশে একটা ফুটবল গড়াল ৫১৬ কিলোমিটার! দেখুন ভিডিও

এক ইঞ্চি বা দু’ ইঞ্চি নয়। নয় এক ফুট বা দু’-তিন কিলোমিটার। মহাকাশে একটা ফুটবল গড়িয়ে চলল মাইলের পর মাইল! কিলোমিটারের পর কিলোমিটার। লক্ষ লক্ষ ফুট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বাধাহীন, পিছুটানহীন ভাবে।

ফুটবল গড়াচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। লক্ষ লক্ষ ফুট!

ফুটবল গড়াচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। লক্ষ লক্ষ ফুট!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১১
Share: Save:

এক ইঞ্চি বা দু’ ইঞ্চি নয়। নয় এক ফুট বা দু’-তিন কিলোমিটার।

মহাকাশে একটা ফুটবল গড়িয়ে চলল মাইলের পর মাইল! কিলোমিটারের পর কিলোমিটার। লক্ষ লক্ষ ফুট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বাধাহীন, পিছুটানহীন ভাবে।

সেই ফুটবলটা কতটা গড়িয়েছে, জানেন?

আরও পড়ুন- ‘বাঁচার রসদ’ খুঁজতে গিয়ে আজ থেকে ‘ঘাতকে’র সন্ধানে নামছে নাসা

প্রায় ১৭ লক্ষ ফুট! মানে, ৫১৬ কিলোনিটার বা ৩২১ মাইল! ভাবতে পারছেন?
সেই ফুটবলটা কত জোরে গড়িয়েছে, জানেন?

সেকেন্ডে প্রায় ২৭ হাজার ফুট গতিবেগে!

মহাকাশে গড়াচ্ছে ফুটবল! দেখুন ভিডিও।

বায়ুমণ্ডল নেই, তাই বাতাসও নেই বলে সেই ফুটবলকে লাগামছাড়া ভাবে এগিয়ে যেতে কেউই বাধা দিল না।

মহাকাশে খেলা হচ্ছে ফুটবল। দেখুন ভিডিও।

আমাদের ফুটবলের মাঠে যেমনটা হয়, সে রকমটাও হল না। কোনও মিডিও বা হাফের বাড়ানো সোয়ার্ভিং পাস, যে কারণে ঠিক ‘ডিপ’ করে নেমে আসে বিপক্ষের গোলের সামনে, ফরোয়ার্ডের মাথায়, হেড দিয়ে গোল করানোর জন্য, সেই কারণটাই যে নেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানে যে নীচে টেনে নামানোর ‘শক্তি’ অভিকর্ষ বলটাই নেই। যাকে বলে, ‘মাইক্রো-গ্র্যাভিটি’। ফলে, মহাকাশচারী সহ সব কিছুকেই ভেসে থাকতে হয় মহাকাশে। মহাকাশ স্টেশনে।

ওই ফুটবল যে বাধাহীন ভাবে অতটা গড়াতে পেরেছিল মহাকাশ স্টেশনে, তার কারণ, তাকে কোনও অভিকর্ষ বলের হ্যাপা পোহাতে হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE