Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আইভিএফ স্রষ্টার সম্মানে স্ট্যাম্প

স্রষ্টা এবং তাঁর সৃষ্টিকে সম্মান জানাতে এক ফ্রেমে বন্দি করতে চলেছে বন্ধ্যত্ব চিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিস্টেড রিপ্রোডাকশন’।

সুভাষ মুখোপাধ্যায়

সুভাষ মুখোপাধ্যায়

জয়তী রাহা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ০২:২৫
Share: Save:

৩ অক্টোবর, ১৯৭৮। প্রায় চল্লিশ বছর আগে জন্ম হয়েছিল এক মেয়ের। যাঁর জন্ম বৃত্তান্ত আজও অনুসরণ করে চলেছেন চিকিৎসকেরা। অথচ নিজের গবেষণার স্বীকৃতি পাওয়া তো দূর, ভারতে ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) জনক, দেশের প্রথম টেস্ট টিউব বেবি কানুপ্রিয়া অগ্রবালের (দুর্গা) স্রষ্টা সুভাষ মুখোপাধ্যায়কে এ জন্য চরম হেনস্থা, লাঞ্ছনা আর অবজ্ঞার শিকার হতে হয়েছে। তাতে সামিল ছিলেন সমসাময়িক চিকিৎসকদের একাংশ। সে কাহিনি লেখা রয়েছে ইতিহাসেও।

এ বার সেই স্রষ্টা এবং তাঁর সৃষ্টিকে সম্মান জানাতে এক ফ্রেমে বন্দি করতে চলেছে বন্ধ্যত্ব চিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিস্টেড রিপ্রোডাকশন’। সোসাইটি আয়োজিত চার দিনের কলকাতা সম্মেলনে সুভাষবাবু এবং কানুপ্রিয়ার ছবি দিয়ে কভার ও স্ট্যাম্প প্রকাশ করা হবে আগামী ২০ এপ্রিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পোস্ট মাস্টার জেনারেল। তাঁরই হাত দিয়ে স্ট্যাম্প প্রকাশ করা হবে। থাকবেন সুভাষ মুখোপাধ্যায়ের সহযোগী চিকিৎসক সুনীত মুখোপাধ্যায়।

সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যুর পাঁচ বছর পরে তাঁর হাতে লেখা ডায়েরি এবং গবেষণাপত্র পড়ে দেখার কাজটা প্রথম শুরু করেন মুম্বইয়ের চিকিৎসক টিসি আনন্দকুমার। তাঁরই সৌজন্যে ধীরে ধীরে সামনে আসে, চিকিৎসা বিজ্ঞানের জটিল তত্ত্বকে কত সহজে গ্রহণযোগ্য করে তুলেছিলেন সুভাষবাবু। “ইংল্যান্ডের লুই জয় ব্রাউন বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি। কানুপ্রিয়ার জন্মের প্রায় দু’মাস আগে তার জন্ম। অথচ লুইয়ের নয়, কানুপ্রিয়ার জন্ম পদ্ধতিই চল্লিশ বছর পরেও অনুসরণ করে চলেছি আমরা”, বলছিলেন স্ত্রীরোগ চিকিৎসক গৌতম খাস্তগীর।

সুভাষবাবুর সহযোগী চিকিৎসক সুনীতবাবুর মতে, ‘‘সুভাষ ছিলেন অন্য ধারার মানুষ। তাঁর কঠিন পরিশ্রমের পাশে আমার অবদান বলতে, গবেষণার কাজে ভ্রূণ সংরক্ষণে সহায়তা করা। চিকিৎসায় ওঁর বিশেষ পদ্ধতি আজও সারা বিশ্বের চিকিৎসকদের কাছে সমাদৃত। কারণ ওই পদ্ধতি অনেক সহজ, নিরাপদ এবং সাফল্যের হারও বেশি।’’ সুভাষ মুখোপাধ্যায়ের স্বীকৃতি না পাওয়ার বিষয়ে তাঁর আক্ষেপ, ‘‘সেই সময়ের কিছু চিকিৎসক অজ্ঞতা এবং পসার হারানোর ভয়ে যে ষড়যন্ত্র করেন, তারই শিকার হয়েছিলেন সুভাষ। সঙ্গে যুক্ত হয়েছিল রাজনৈতিক বাধা।’’

সোসাইটির ২৩ তম বার্ষিক সম্মেলন ২০ বছর পরে হচ্ছে এ শহরে। ১৯ থেকে ২২ তারিখ পর্যন্ত সায়েন্স সিটি অডিটোরিয়ামে চলবে সম্মেলন। অনুষ্ঠানের সূচনা করবেন শর্মিলা ঠাকুর। সেখানে দেশ-বিদেশের চিকিৎসকেরা নিজেদের গবেষণা নিয়ে আলোচনা করবেন। উঠে আসবে প্রজনন বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি। সোসাইটির তরফে প্রথম বার এ বিষয়ের উপরে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE