Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Science News

এ বার গ্রহাণুতেও পা ছোঁয়াল সভ্যতা

এই ‘রিয়ুগু’র ঠিকানা অবশ্য মঙ্গল ও বৃহস্পতির মধ্যে থাকা গ্রহাণুমণ্ডল বা অ্যাস্টারয়েড বেল্ট নয়। রিুয়ুগু রয়েছে আমাদের ঘাড়ের কাছে। বলা ভাল, আমাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

গ্রহাণু ‘রিয়ুগু’তে নামল জাপানি মহাকাশ সংস্থার দু’টি রোভার। ছবি সৌজন্যে: জাক্সা

গ্রহাণু ‘রিয়ুগু’তে নামল জাপানি মহাকাশ সংস্থার দু’টি রোভার। ছবি সৌজন্যে: জাক্সা

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪২
Share: Save:

কোনও গ্রহ বা তার চাঁদে নয়। ধূমকেতুতে নামার ৪ বছর পর এ বার গ্রহাণু বা অ্যাস্টারয়েডেও পা ছোঁয়াল সভ্যতা। এই প্রথম। যুগান্তকারী এই ঘটনা ঘটিয়েছে জাপানের মহাকাশ সংস্থা ‘জাক্সা’। গ্রহাণুটির নাম- ‘রিয়ুগু’। ২০১৪-র ৪ মার্চ ধূমকেতু ‘চিরিয়ামোভ-গেরাশিঙ্কো’-তে পা ছুঁইয়েছিল মানবসভ্যতা। সেখানে নেমেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ বা ‘এসা’)-র পাঠানো ‘রোসেটা’ মহাকাশযান।

এই ‘রিয়ুগু’র ঠিকানা অবশ্য মঙ্গল ও বৃহস্পতির মধ্যে থাকা গ্রহাণুমণ্ডল বা অ্যাস্টারয়েড বেল্ট নয়। রিুয়ুগু রয়েছে আমাদের ঘাড়ের কাছে। বলা ভাল, আমাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে। তাই যাদের বলা হয় ‘নিয়ার-আর্থ অবজেক্ট’ (এনইও), রিয়ুগু তাদেরই অন্যতম।

রিয়ুগুর পিঠের ছবি তুলেছে ‘রোভার-১এ’। গত ২১ সেপ্টেম্বর।

জাপানের মহাকাশ সংস্থা ‘জাক্সা’ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর রিয়ুগুর পিঠে নামে তাদের পাঠানো দু’টি রোভার। যাদের নাম- ‘রোভার-১এ’ এবং ‘রোভার-২এ’। ১৮ সেন্টিমিটার চওড়া দু’টি রোভারই চোঙা (সিলিন্ডার)-র মতো দেখতে।

এ বছর জুনে যখন রিয়ুগুর দিকে এগিয়ে যাচ্ছিল জাপানি মহাকাশযান। দেখুন ভিডিয়ো।

মহাকাশযান ‘হায়াবুসা-২’-এর পিঠে চাপিয়ে রিয়ুগুর উদ্দেশে একটি ল্যান্ডার ‘মিনার্ভা-টু-ওয়ান’ আর ওই দু’টি রোভার পাঠিয়েছিল জাপানের মহাকাশ সংস্থা। উৎক্ষেপণের তিন বছর পর গত ২৭ জুন সেই জাপানি মহাকাশযানটি ঢুকে পড়ে রিয়ুগুর কক্ষপথে। গত শুক্রবার দুপুরে দু’টি রোভারকে সঙ্গে নিয়ে ল্যান্ডার ‘মিনার্ভা-টু-ওয়ান’ বেরিয়ে আসে মহাকাশযান ‘হায়াবুসা-২’ থেকে। মহাকাশযানটি তখন রিয়ুগুর পিঠ থেকে ছিল মাত্র ৬০ মিটার উঁচুতে। তার পর ল্যান্ডারথেকে আলাদা হয়ে গ্রহাণু রিয়ুগুর পিঠে নেমে পড়ে দু’টি রোভার।

আরও স্পষ্ট। রিয়ুগুর পিঠের ছবি তুলেছে ‘রোভার-১বি’। গত ২১ সেপ্টেম্বর।

জাক্সা জানিয়েছে, শুধু গ্রহাণুতে পা ছোঁয়ানোই নয়, একটি রোভার ইতিমধ্যেই রিয়ুগুর পিঠে চলাফেরা করতে শুরু করেছে। তুলতে শুরু করেছে রিয়ুগুর পিঠের একের পর এক ছবি। গোড়ার দিকে সেই সব ছবি ততটা স্পষ্ট না হলেও পরের দিকে দু’টি রোভারই আন্তর্জাতিক মানের ছবি পাঠাতে শুরু করেছে। গ্রহাণুটির অভিকর্ষ বল খুব সামান্য বলে তার পিঠে নামতে মিনিট পনেরো সময় লেগেছে দু’টি রোভারের।

জাক্সা জানিয়েছে, ১৩ বছর আগে ‘ইতোকাওয়া’ গ্রহাণুতে নামার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই রোভার গ্রহাণুটিকে সঠিক সময়ে খুঁজে না পেয়ে মহাকাশেই হারিয়ে যায়। ব্যর্থ হয় সেই অভিযান।

এ বার জাপানি মহাকাশযান ‘হায়াবুসা-২’-এ রয়েছে একটি ফরাসি ও একটি জার্মান রোভারও। তবে সেগুলি এখনও নামেনি রিয়ুগুর পিঠে। তাদের নাম- ‘ম্যাসকট’। অক্টোবরের ৪ তারিখে তাদের নামার কথা রিয়ুগু গ্রহাণুর পিঠে।

আরও পড়ুন- পৃথিবীর মতোই তুমুল ধুলোঝড় হয় শনির চাঁদে, প্রাণের সম্ভাবনা জোরালো​

আরও পড়ুন- পাক মারছে একে অন্যকে, বিরল যমজ গ্রহাণুর হদিশ​

গ্রহাণুটি কোন কোন পদার্থ দিয়ে তৈরি, তার পিঠের তাপমাত্রা কত, তার চৌম্বকত্বের পরিমাণ কতটা, সেই সব মাপাই হবে ওই রোভারগুলির কাজ। ‘মিনার্ভা-টু’ সিরিজের আরও একটি রোভার আগামী বছর পৌঁছনোর কথা রিয়ুগুতে।

গ্রহাণুর পিঠে ‘রোভার-১বি’ সামনে। আর পিছনে ‘রোভার-১এ’।

এই অক্টোবরেই রিয়ুগুর পিঠে নামবে জাপানের ‘হায়াবুসা-২’ মহাকাশযানটিও। গ্রহাণুর বিষূবরেখা অঞ্চলে নামার কথা ওই জাপানি মহাকাশযানের। সেখান থেকে রিয়ুগুর পিঠের ‘মাটি’ তুলবে ‘হায়াবুসা-২’ মহাকাশযান।

সব ঠিকঠাক চললে রিয়ুগুর ‘শরীরের অংশ’ তুলে নিয়ে ২০২০ সালে পৃথিবীতে ফিরে আসবে ওই জাপানি মহাকাশযান।

ছবি ও ভিডিয়ো সৌজন্যে: নাসা, জাক্সা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE