Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মহাকাশ অভিযানে ভারতীয় নভশ্চরদের পোশাক কেমন হবে?

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে বলে আগেই ঘোষণা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরোর তৈরি মহাকাশে যাওয়ার বিশেষ পোশাক। বেঙ্গালুরুর প্রদর্শনীতে। ছবি: সোশ্যাল মিডিয়া

ইসরোর তৈরি মহাকাশে যাওয়ার বিশেষ পোশাক। বেঙ্গালুরুর প্রদর্শনীতে। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২১
Share: Save:

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে বলে আগেই ঘোষণা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার ‘বেঙ্গালুরু স্পেস এক্সপো’ নামে একটি মহাকাশ গবেষণা সংক্রান্ত প্রদর্শনীতে ইসরোর আসন্ন অভিযানে নভশ্চরদের পোশাক কী রকম হবে, তা প্রকাশ করল সংস্থা। বুকে ভারতের পতাকা। তার নীচে অশোকস্তম্ভ। পাশে জ্বলজ্বল করছে ইসরোর প্রতীক। কমলা রঙের স্পেস স্যুটটি তৈরি করা হয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। সময় লেগেছে প্রায় দু’বছর। একটি অক্সিজেন সিলিন্ডার বহন করার ক্ষমতা রাখে বিশেষ পোশাকটি। তাতে মহাকাশে কমপক্ষে এক ঘণ্টা শ্বাস নিতে পারবেন নভশ্চর। এ রকম দু’টি পোশাক তৈরি করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আরও একটি স্পেস স্যুট তৈরি করা হবে। কারণ ২০২২-এর অভিযানে অংশ নেবেন তিন মহাকাশচারী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISRO Space Science Astronomy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE