Advertisement
২০ এপ্রিল ২০২৪
Technology

চ্যাটিংকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ আনছে দুর্দান্ত এই ফিচার

মাঝে কানাঘুষো শোনাও যাচ্ছিল এ ধরনের একটা ফিচার গ্রাহকদের উপহার দিতে পারে হোয়াটসঅ্যাপ। গ্রাহকরাও মুখিয়ে ছিলেন কবে থেকে এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন।

ছবি সৌজন্য: হোয়াটসঅ্যাপ।

ছবি সৌজন্য: হোয়াটসঅ্যাপ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১২:২৭
Share: Save:

এ বার মনের ভাবকে আরও সুন্দর করে ব্যক্ত করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে! গ্রাহকদের জন্য এ বার সেই ব্যবস্থাই করতে চলেছে সোশ্যাল প্ল্যাটফর্মটি।

বর্তমানে হাসি, কান্না, বিরক্তি— ভাব বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপে এ রকম নানা ইমোজি আছে। তবে এ বার শুধু ওই বাঁধাধরা ইমোজি-তে গ্রাহকদের আর বেঁধে রাখতে চাইছে না এই হোয়াটসঅ্যাপ। চ্যাটিংকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে আগামী সপ্তাহ থেকেই স্টিকার ফিচার নিয়ে হাজির হচ্ছে তারা। একটি ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

সংস্থাটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ফেসবুকে স্টিকার ফিচার থাকলেও এত দিন হোয়াটসঅ্যাপে এই জাতীয় স্টিকার ফিচার ছিল না। অনেক দিন ধরেই এর উপরে কাজ চলছিল বলে জানিয়েছে সংস্থাটি। মাঝে কানাঘুষো শোনাও যাচ্ছিল এ ধরনের একটা ফিচার গ্রাহকদের উপহার দিতে পারে হোয়াটসঅ্যাপ। গ্রাহকরাও মুখিয়ে ছিলেন কবে থেকে এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন। অবশেষে গ্রাহকদের মুখে হাসি ফুটিয়েই নতুন এই স্টিকার ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ।এমন কিছু মনের ভাব যা শুধু ইমোজির মাধ্যমেই বোঝানো সম্ভব হচ্ছিল না, স্টিকারের মাধ্যমে তা অনেকটাই সম্ভব হবে বলে দাবি সংস্থাটির। শুধু টাইপ করেই মনের ভাব ব্যক্ত করার জন্য সময় নষ্টের চেয়ে স্টিকার ফিচারটি এলে অনেক বেশি কার্যকরী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: জরা-বার্ধক্য হয়ে যাবে অতীত? ২০৪৫-এর মধ্যেই মানুষের ইচ্ছামৃত্যু?

আরও পড়ুন: স্মার্ট যুগের স্মার্ট হেলমেট জার্ভিস, ফিচার শুনলে চমকে যাবেন

স্টিকার ফিচারের জন্য টেক্সট বক্সে থাকা স্টিকার বাটনে ক্লিক করতে হবে। তার পর প্রয়োজনীয় স্টিকার সিলেক্ট করে সেটা বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করলেই হবে। ডিফল্ট স্টিকার ছাড়াও আরও নতুন নতুন আকর্ষণীয় স্টিকার পেতে হলে ‘প্লাস’ আইকনের উপর ক্লিক করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই নতুন এই ফিচারটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE