এমনকি পেশাদার বিনিয়োগকারীরা বছরের পর বছর অনুশীলনের পরেও সব সময়ে সঠিক হন না। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগের কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত।
৮:৪:৩ নিয়ম এমন একটি কৌশল যা বিনিয়োগকারীদের তাদের মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
মিউচুয়াল ফান্ডগুলি একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিয়োর বিনিয়োগ করে, যেমন স্টক, বন্ড বা উভয়ের মিশ্রণ। এই বৈচিত্র্যময় বরাদ্দ বিভিন্ন সম্পদে ঝুঁকি ছড়িয়ে দিতে সাহায্য করে।
বিনিয়োগ শুরু করার আগে সর্বপ্রথম যে প্রশ্নটি আসে, তা হল কী ভাবে মিউচুয়াল ফান্ড বেছে নেবেন।
পোর্টফোলিয়ো বৈচিত্র্যকরণের উদ্দেশ্য হল অস্থিরতার প্রভাব হ্রাস করা এবং কোনও একটি খাত বা সম্পদ শ্রেণিতে বরাদ্দ সীমাবদ্ধ না করে ক্ষতির পরিমাণ কমানো।
যদি কেউ বন্ড, স্টক বা পণ্যে বিনিয়োগ করতে চান, কিন্তু সেই প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকে, তবে তাঁদের জন্য পোর্টফোলিয়ো ব্যবস্থাপনা উপযুক্ত। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে পারেন।
বিনিয়োগকারী ঝুঁকি সহনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তহবিল নির্বাচন করে। এভাবেই ঝুঁকি এবং রিটার্ন সম্ভাবনার ভারসাম্য বজায় রাখা হয়।
মিউচুয়াল ফান্ডগুলি বিনিয়োগকারীদের ঝুঁকির উপর ভিত্তি করেও ভাগ করা যেতে পারে। দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডগুলি কী কী?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বিভিন্ন কারণে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন। কিন্তু বুদ্ধি-বিবেচনা করে বিনিয়োগ করলে এই ঝুঁকির পরিমাণ কমানো সম্ভব।
কেন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? এখানে বিনিয়োগ করলে কী কী সুবিধা পাবেন?