আপনি জেনে নিলেন কী ভাবে মিউচুয়াল ফান্ড খুঁজবেন। কিন্তু নিজে নিজে বিনিয়োগের রাস্তায় হাঁটার থেকে পরামর্শদাতার উপর নির্ভর করাই ভাল। কারণ তাঁরা পেশাদার। এটাই তাঁদের নিত্যদিনের কাজ। আপনার কাছে যা কঠিন, এঁদের কাছে তা জলের মতো সোজা। তাই সাহায্য নিন পরামর্শদাতার।
১। পরামর্শ নেওয়ার আগে পরামর্শদাতা সম্পর্কে খোঁজখবর নিন এবং তাঁর অতীত অভিজ্ঞতা খতিয়ে দেখুন।
২। পরামর্শদাতা নিয়োগে পরিচিতদের রেফারেন্স নিন।