হ্যারি পটারের বই না পড়ে থাকুন, সিনেমা নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন, জানবেন ওখানে ‘ডার্ক লর্ড’ নামে পরিচিত খলচরিত্রটি প্রভূত গণ্ডগোল বাধিয়েছিল। তাঁকে শক্ত হাতে দমন করেন নায়ক স্বয়ং।
হঠাৎ কেন এই প্রসঙ্গের উত্থাপন? এই কথার উত্তরে বলি অবসর অভিমুখী মানুষের জীবনেও সাধারণত একটি ‘ডার্ক লর্ড’ অর্থাৎ সুপার ভিলেন থাকে। সংক্ষেপে তার নাম ‘কস্ট অফ ইনভেস্টমেন্ট’ বা বিনিয়োগের খরচ।
একটু বিশদে বলা যাক। আপনি মিউচুয়াল ফান্ড কেনেন এবং বিক্রি করেন। অন্য সময় আপনি অল্প হলেও স্টক মার্কেটে ট্রেডিং করেন। স্বাস্থ্যবিমা কেনেন বছর বছর। মানে নানাবিধ সেভিংস ও বিনিয়োগ প্রোডাক্ট কেনেন। আপনার পোর্টফোলিয়ো সময়ে সময়ে ফুলে-ফেঁপে ওঠে।