দেশে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই তারা যদি নির্দিষ্ট অঙ্কের বেশি কিছু রোজগার করেন, তা হলে তার উপার্জিত অর্থের থেকে কিছু পরিমাণ অর্থ কর হিসেবে সরকারকে প্রদান করতে হয়। বলা যেতে পারে, যে ব্যক্তির উপার্জন যত বেশি, সেই ব্যক্তিকে তত বেশি কর জমা দিতে হয় সরকারের ঘরে। যদিও বেশ কয়েকটি উপায়ে কর ছাড় পাওয়া যেতে পারে। যেমন সরকারি খাতে বিনিয়োগ, সঞ্চয়, স্বাস্থ্য খাতে বিনিয়োগ ইত্যাদি। তবে অনেকেই হয়ত জানেন না যে দান বা জনকল্যাণ মূলক কাজে ক্ষেত্রে প্রদেয় টাকার উপরে ভিত্তি করে মোটা টাকা কর ছাড় পাওয়া সম্ভব।
কর ছাড় বিষয়টি ঠিক কী?
কিছু শর্ত মেনে চললে কোনও ব্যক্তির করযোগ্য আয় থেকে একটি অংশ কর প্রদান বাবদ প্রদেয় অর্থ থেকে বাদ দেওয়া যেতে পারে। এবং এটিই কর ছাড় নামে পরিচিত। এই শর্তের মধ্যে একটি হল দান।
সমাজে অন্দরেই ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু স্থানকে সরকারের পক্ষ থেকে করমুক্ত প্রতিষ্ঠান বলে ঘোষণা করে সিলমোহর দেওয়া হয়েছে। যেই সমস্ত প্রতিষ্ঠান জনকল্যাণকর কাজ করে অথবা বিভিন্ন ধর্মীয় অথবা দাতব্য সংস্থা হল করমুক্ত প্রতিষ্ঠান। কোনও ব্যক্তির বার্ষিক উপার্জন করের আওতায় পড়লে বিনিয়োগের পাশাপাশি এমন কিছু প্রতিষ্ঠানে দান করে কর ছাড় পাওয়া যেতে পারে।
কারা এই কারণে দান করতে পারবেন?
কোনও ব্যক্তি যদি কর প্রদানের যোগ্য হয়ে থাকেন, তবে তিনি ৮০জি ধারার অধীনে কর ছাড়ের দাবি করার জন্য যোগ্য। সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতীয় পাসপোর্টধারী হতে হবে। অনাবাসী ভারতীয় হলেও অসুবিধা নেই। মনে রাখতে হবে, দান কার্যে অর্থ প্রদান করে প্রতি ক্ষেত্রেই কর ছাড় পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য ভারতবর্ষে অন্তত পক্ষে একটি করযোগ্য আয় থাকা আবশ্যক।