শামুক: শামুকের দেহের ক্ষরণ দিয়ে যদি ফেসিয়াল করেন তা হলে তা ত্বকের রিঙ্কেল কমাবে। পাশাপাশি ফর্সাও হবেন আপনি।
ডিম, দই, মধু— এ সবই বড্ড সেকেলে। একবিংশ শতাব্দীর যুগে এই সব ঘরোয়া প্রোডাক্ট জাস্ট আর চলে না? ধুস! মান্ধাতার আমলের মুলতানি মাটি আর বেসনের গোলাকে একটা দুর্দান্ত ছক্কায় সোজা পাঠিয়ে দিন মাঠের বাইরে। হাতের কাছে যদি থাকে ভ্যাম্পায়ারের রক্ত আর ষাঁড়ের সিমেন, বা ভেড়ার প্লাসেন্টা তা হলে আর চিন্তা কী? দিব্যি এগুলো দিয়েই করুন না ফেসিয়াল। গ্যালারিতে রইল এমনই কিছু ফেসিয়াল কিটের খবর যা দেখে বমকে যেতে পারেন! কিন্তু মাখলে চমকাতে পারেন।
আরও পড়ুন: গরমে অ্যাকনে দূরে রাখার এক ডজন টিপ্স
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy