Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Smartphone

এক ধাক্কায় দাম কমল যে স্মার্টফোনগুলির

নামী কোম্পানির ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে চান? সম্প্রতি বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম কমিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১০:৪৫
Share: Save:
০১ ১০
নামী কোম্পানির ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে চান? সম্প্রতি বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম কমিয়েছে। আপনার বাজেট দেখে কিনে ফেলতেই পারেন। গ্যালারির পাতায় রইল সেইসব স্মার্টফোনের হদিশ।

নামী কোম্পানির ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে চান? সম্প্রতি বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম কমিয়েছে। আপনার বাজেট দেখে কিনে ফেলতেই পারেন। গ্যালারির পাতায় রইল সেইসব স্মার্টফোনের হদিশ।

০২ ১০
অ্যাপেল আইফোন ৭ প্লাস: চলতি বছরে নতুন ফ্ল্যাগশিপ আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস লঞ্চ করার পর আইফোন এক্স এবং আইফোন ৭ প্লাসের দাম কমে গিয়েছে অনেকটাই। ৬৭,৩০০ টাকা থেকে কমে ফোনগুলি এখন পাওয়া যাচ্ছে ৫৯,০০০ টাকায়।

অ্যাপেল আইফোন ৭ প্লাস: চলতি বছরে নতুন ফ্ল্যাগশিপ আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস লঞ্চ করার পর আইফোন এক্স এবং আইফোন ৭ প্লাসের দাম কমে গিয়েছে অনেকটাই। ৬৭,৩০০ টাকা থেকে কমে ফোনগুলি এখন পাওয়া যাচ্ছে ৫৯,০০০ টাকায়।

০৩ ১০
স্যামসাং গ্যালাক্সি এস৮: চলতি বছরের এপ্রিলেই ভারতের বাজারে লঞ্চ করে স্যামসাঙের গ্যালাক্সি এস৮ এবং গ্যালাক্সি এস৮ প্লাস। সম্প্রতি এই ফোন দুটির দাম কমিয়েছে স্যামসাং। ৪ হাজার টাকা কমে গ্যালাক্সি এস৮ এখন পাওয়া যাচ্ছে ৫৩,৯০০ টাকায় এবং ছ’হাজার টাকা কমে গ্যালাক্সি এস৮ প্লাস পাওয়া যাচ্ছে ৫৮,৯০০ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি এস৮: চলতি বছরের এপ্রিলেই ভারতের বাজারে লঞ্চ করে স্যামসাঙের গ্যালাক্সি এস৮ এবং গ্যালাক্সি এস৮ প্লাস। সম্প্রতি এই ফোন দুটির দাম কমিয়েছে স্যামসাং। ৪ হাজার টাকা কমে গ্যালাক্সি এস৮ এখন পাওয়া যাচ্ছে ৫৩,৯০০ টাকায় এবং ছ’হাজার টাকা কমে গ্যালাক্সি এস৮ প্লাস পাওয়া যাচ্ছে ৫৮,৯০০ টাকায়।

০৪ ১০
এলজি জি৬: ৫.৭ ইঞ্চির এলজি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম এক ধাক্কায় প্রায় ১৪ হাজার টাকা কমিয়ে দিয়েছে এই টেলিকম সংস্থা। ৫১,৯৯০ টাকার ফোনটি এখন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ৩৭,৯৯০ টাকায়।

এলজি জি৬: ৫.৭ ইঞ্চির এলজি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম এক ধাক্কায় প্রায় ১৪ হাজার টাকা কমিয়ে দিয়েছে এই টেলিকম সংস্থা। ৫১,৯৯০ টাকার ফোনটি এখন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ৩৭,৯৯০ টাকায়।

০৫ ১০
স্যামসাং গ্যালাক্সি এ৭: আপনার বাজেটের মধ্যেই এ বার পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ৭। জানেন কি, সম্প্রতি অক্টাকোর প্রসেসরযুক্ত এই স্মার্টফোনের দাম দশ হাজার টাকা দাম কমিয়েছে স্যামসাং? ৩০,৯৯০ টাকা দামের স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে ২০,৯৯০ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি এ৭: আপনার বাজেটের মধ্যেই এ বার পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ৭। জানেন কি, সম্প্রতি অক্টাকোর প্রসেসরযুক্ত এই স্মার্টফোনের দাম দশ হাজার টাকা দাম কমিয়েছে স্যামসাং? ৩০,৯৯০ টাকা দামের স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে ২০,৯৯০ টাকায়।

০৬ ১০
শাওমি রেডমি নোট৪: শাওমির বেস্ট সেলিং এই স্মার্টফোনের দাম ভারতে এক হাজার টাকা কমিয়েছে এই টেলিকম সংস্থা। ৩ জিবি র‌্যাম এবং ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটি এখন মিলবে ৯,৯৯৯ টাকায়।

শাওমি রেডমি নোট৪: শাওমির বেস্ট সেলিং এই স্মার্টফোনের দাম ভারতে এক হাজার টাকা কমিয়েছে এই টেলিকম সংস্থা। ৩ জিবি র‌্যাম এবং ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটি এখন মিলবে ৯,৯৯৯ টাকায়।

০৭ ১০
অ্যাপেল আইফোন ৬এস: ভারতের বাজারে ৭,১০০ টাকা দামে কাটতি হয়েছে আইফোন ৬এস-এর। ৩ডি টাচ টেকনোলজি এবং এ৯ প্রসেসরযুক্ত ৫৬,১০০ টাকা দামের এই স্মার্টফোনটি এখন মিলবে ৪৯,০০০ টাকায়। ৩২জিবি, ৬৪জিবি এবং ১২৮জিবি এই তিন ভার্সনেই পাওয়া যাবে স্মার্টফোনটি।

অ্যাপেল আইফোন ৬এস: ভারতের বাজারে ৭,১০০ টাকা দামে কাটতি হয়েছে আইফোন ৬এস-এর। ৩ডি টাচ টেকনোলজি এবং এ৯ প্রসেসরযুক্ত ৫৬,১০০ টাকা দামের এই স্মার্টফোনটি এখন মিলবে ৪৯,০০০ টাকায়। ৩২জিবি, ৬৪জিবি এবং ১২৮জিবি এই তিন ভার্সনেই পাওয়া যাবে স্মার্টফোনটি।

০৮ ১০
স্যামসাং গ্যালাক্সি এ৫: দ্বিতীয়বার দামে কাটতি হল গ্যালাক্সি এ৫-এর। ৫. ২ ইঞ্চি ডিসপ্লে ডুয়াল সিমের এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছিল ২৭,৯৯০ টাকায়। বর্তমানে দশ হাজার টাকা বাজেট ছাঁটাইয়ের পর ১৭,৯৯০ টাকায় পাওয়া যাবে স্মার্টফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৫: দ্বিতীয়বার দামে কাটতি হল গ্যালাক্সি এ৫-এর। ৫. ২ ইঞ্চি ডিসপ্লে ডুয়াল সিমের এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছিল ২৭,৯৯০ টাকায়। বর্তমানে দশ হাজার টাকা বাজেট ছাঁটাইয়ের পর ১৭,৯৯০ টাকায় পাওয়া যাবে স্মার্টফোনটি।

০৯ ১০
মোটো জি৫ প্লাস: এ বার আপনার বাজেটের মধ্যেই চলে এল মোটো জি৫ প্লাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরের এই স্মার্টফোনটি ভারতের বাজারে ছাড়া হয়েছিল ১৬,৯৯৯ টাকায়। দু’হাজার টাকা কাটতি হয়ে এখন স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়।

মোটো জি৫ প্লাস: এ বার আপনার বাজেটের মধ্যেই চলে এল মোটো জি৫ প্লাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরের এই স্মার্টফোনটি ভারতের বাজারে ছাড়া হয়েছিল ১৬,৯৯৯ টাকায়। দু’হাজার টাকা কাটতি হয়ে এখন স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়।

১০ ১০
স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো: প্রথম ৬ জিবি র‌্যামের এই স্মার্টফোনটি ৩৬,৯০০ টাকায় বাজারে লঞ্চ করেছিল স্যামসাং। মোট সাত হাজার টাকা দামে কাটতি হয়ে এখন ভারতের বাজারে ২৯,৯৯০ টাকায় পাওয়া যাবে গ্যালাক্সি সি৯ প্রো।

স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো: প্রথম ৬ জিবি র‌্যামের এই স্মার্টফোনটি ৩৬,৯০০ টাকায় বাজারে লঞ্চ করেছিল স্যামসাং। মোট সাত হাজার টাকা দামে কাটতি হয়ে এখন ভারতের বাজারে ২৯,৯৯০ টাকায় পাওয়া যাবে গ্যালাক্সি সি৯ প্রো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE