Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business News

নতুন অ্যান্ড্রয়েডে অ্যাপল-কে কি টেক্কা দিল স্যামসাং?

অ্যান্ড্রয়েড ফোনের দুনিয়ার লেটেস্ট খবরটা জানেন তো? আজ, মঙ্গলবার লঞ্চ হচ্ছে স্যামসাং-এর দু’টি নতুন ফোন—গ্যালাক্সি এস-৯ এবং গ্যালাক্সি এস-৯ প্লাস। বাজারে জোর খবর, অ্যাপল আইফোন-৮, আইফোন-৮ প্লাস বা আইফোন টেন-কে থেকেও বেশি আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন ফোনদু’টিতে। সত্যিই কী তাই, জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ১৫:২৫
Share: Save:
০১ ০৭
অ্যান্ড্রয়েড ফোনের দুনিয়ার লেটেস্ট খবরটা জানেন তো? আজ, মঙ্গলবার লঞ্চ হচ্ছে স্যামসাং-এর দু’টি নতুন ফোন—গ্যালাক্সি এস-৯ এবং গ্যালাক্সি এস-৯ প্লাস। বাজারে জোর খবর, অ্যাপল আইফোন-৮, আইফোন-৮ প্লাস বা আইফোন টেন-কে  থেকেও বেশি আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন ফোনদু’টিতে। সত্যিই কী তাই, জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

অ্যান্ড্রয়েড ফোনের দুনিয়ার লেটেস্ট খবরটা জানেন তো? আজ, মঙ্গলবার লঞ্চ হচ্ছে স্যামসাং-এর দু’টি নতুন ফোন—গ্যালাক্সি এস-৯ এবং গ্যালাক্সি এস-৯ প্লাস। বাজারে জোর খবর, অ্যাপল আইফোন-৮, আইফোন-৮ প্লাস বা আইফোন টেন-কে থেকেও বেশি আকর্ষণীয় ফিচার রয়েছে এই নতুন ফোনদু’টিতে। সত্যিই কী তাই, জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

০২ ০৭
স্যামসাংয়ের দু’টি ফোনেই রয়েছে ‘ডুয়াল অ্যাপারচার’ ক্যামেরা। অ্যাপল তো বটেই অন্য স্মার্টফোনেও এই মুহূর্তে ‘ডুয়াল অ্যাপারচার’ ক্যামেরা নেই। ‘ডুয়াল অ্যাপারচার’ থাকায় আলোর কন্ডিশন অনুযায়ী এই ক্যামেরার  অ্যাপারচার এফ/১.৫ থেকে এফ/২.৪-এ শিফ্ট করতে পারে।

স্যামসাংয়ের দু’টি ফোনেই রয়েছে ‘ডুয়াল অ্যাপারচার’ ক্যামেরা। অ্যাপল তো বটেই অন্য স্মার্টফোনেও এই মুহূর্তে ‘ডুয়াল অ্যাপারচার’ ক্যামেরা নেই। ‘ডুয়াল অ্যাপারচার’ থাকায় আলোর কন্ডিশন অনুযায়ী এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৫ থেকে এফ/২.৪-এ শিফ্ট করতে পারে।

০৩ ০৭
এখনও পর্যন্ত স্যামসাংয়ের এই ফোন হাতে না এলেও গত মাসেই প্রথম বার এর ডেমো দেখা গিয়েছিল বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। অ্যাপলের থেকেও স্যামসাংয়ের ফোনে অ্যানিমোজির সংখ্যা অনেক বেশি। তা ছাড়া, ইউজার নিজেই নয়া ইমোজি তৈরি করতে পারবেন এতে। এমনকী, নিজের স্কিন টোন কাস্টমাইজ করা ছাড়াও চুলের রং থেকে শুরু করে তার জামাকাপড়ও সিলেক্ট করতে পারবেন আপনি।

এখনও পর্যন্ত স্যামসাংয়ের এই ফোন হাতে না এলেও গত মাসেই প্রথম বার এর ডেমো দেখা গিয়েছিল বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। অ্যাপলের থেকেও স্যামসাংয়ের ফোনে অ্যানিমোজির সংখ্যা অনেক বেশি। তা ছাড়া, ইউজার নিজেই নয়া ইমোজি তৈরি করতে পারবেন এতে। এমনকী, নিজের স্কিন টোন কাস্টমাইজ করা ছাড়াও চুলের রং থেকে শুরু করে তার জামাকাপড়ও সিলেক্ট করতে পারবেন আপনি।

০৪ ০৭
স্যামসাংয়ের এই নতুন ফোনের দু’দিকেই রয়েছে স্টিরিও স্পিকার। আইফোন টেন-এ অবশ্য এই সুবিধে নেই। অনলাইন বা অফলাইন স্টোরে প্রি-বুকিং শুরু হলেও আগামী ১৬ মার্চ থেকে দুনিয়া জুড়েই বিক্রি শুরু হবে স্যামসাংয়ের দু’টি ফোনের।

স্যামসাংয়ের এই নতুন ফোনের দু’দিকেই রয়েছে স্টিরিও স্পিকার। আইফোন টেন-এ অবশ্য এই সুবিধে নেই। অনলাইন বা অফলাইন স্টোরে প্রি-বুকিং শুরু হলেও আগামী ১৬ মার্চ থেকে দুনিয়া জুড়েই বিক্রি শুরু হবে স্যামসাংয়ের দু’টি ফোনের।

০৫ ০৭
অ্যাপল-এর ফোন থেকে তো কবেই বিদায় নিয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। তবে স্যামসাং তা করেনি। এর নতুন ফোনেও মিলবে ৩.৫ এমএম হেডফোন জ্যাক।

অ্যাপল-এর ফোন থেকে তো কবেই বিদায় নিয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। তবে স্যামসাং তা করেনি। এর নতুন ফোনেও মিলবে ৩.৫ এমএম হেডফোন জ্যাক।

০৬ ০৭
আইফোন-৮, আইফোন-৮ প্লাস এবং আইফোন টেন-এ সবচেয়ে প্রথম ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার জুড়েছিল অ্যাপল। তবে এ নিয়ে অ্যাপলকে বছর দুয়েক আগেই টেক্কা দিয়েছে স্যামসাং। স্যামসাং কর্তৃপক্ষের দাবি, এই নতুন দু’টি ফোনে আগের থেকে আর্ধেক সময়েই ওয়্যারলেস চার্জিং হয়ে যাবে।

আইফোন-৮, আইফোন-৮ প্লাস এবং আইফোন টেন-এ সবচেয়ে প্রথম ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার জুড়েছিল অ্যাপল। তবে এ নিয়ে অ্যাপলকে বছর দুয়েক আগেই টেক্কা দিয়েছে স্যামসাং। স্যামসাং কর্তৃপক্ষের দাবি, এই নতুন দু’টি ফোনে আগের থেকে আর্ধেক সময়েই ওয়্যারলেস চার্জিং হয়ে যাবে।

০৭ ০৭
ফেস আইডি বা ফেস আনলক টেকনোলজির উপরেই ভরসা রয়েছে অ্যাপল-এর। আইফোন টেন-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-এর সুবিধে নেই। তবে স্যামসাং-এ এই দুই সুবিধেই রয়েছে।

ফেস আইডি বা ফেস আনলক টেকনোলজির উপরেই ভরসা রয়েছে অ্যাপল-এর। আইফোন টেন-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-এর সুবিধে নেই। তবে স্যামসাং-এ এই দুই সুবিধেই রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE