Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Xiaomi Redmi Note 5 Pro

বাজেট ১৫ হাজার? বেছে নিন এর মধ্যে যে কোনও একটি স্মার্টফোন

এ বছর ভারতের বাজারে জনপ্রিয় কিছু স্মার্টফোনের দিকে একটু নজর দেওয়া যাক। যার সব গুলির দামই ১৫ হাজারের কম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ১১:৩৩
Share: Save:
০১ ০৭
সময়টা স্মার্টফোনের। গতির সঙ্গে তাল মিলিয়ে কদর বাড়ছে এই আধুনিক ফোনেও। বাজার ছেয়ে গিয়েছে হরেক রকমের নামী-দামি ফোনে। সঙ্গে মধ্যবিত্তের কথা মাথায় রেখে এসেছে, আসছে সস্তার ফোনও। এ বছর ভারতের বাজারে জনপ্রিয় কিছু স্মার্টফোনের দিকে একটু নজর দেওয়া যাক। যার সব গুলির দামই ১৫ হাজারের কম।

সময়টা স্মার্টফোনের। গতির সঙ্গে তাল মিলিয়ে কদর বাড়ছে এই আধুনিক ফোনেও। বাজার ছেয়ে গিয়েছে হরেক রকমের নামী-দামি ফোনে। সঙ্গে মধ্যবিত্তের কথা মাথায় রেখে এসেছে, আসছে সস্তার ফোনও। এ বছর ভারতের বাজারে জনপ্রিয় কিছু স্মার্টফোনের দিকে একটু নজর দেওয়া যাক। যার সব গুলির দামই ১৫ হাজারের কম।

০২ ০৭
শাওমি রেডমি নোট ৫ প্রো: ওজন ১৮১ গ্রাম। স্ক্রিন ৫.৯৯ ইঞ্চি। ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি। ব্যাটারি ৪ হাজার এমএএইচ।

শাওমি রেডমি নোট ৫ প্রো: ওজন ১৮১ গ্রাম। স্ক্রিন ৫.৯৯ ইঞ্চি। ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি। ব্যাটারি ৪ হাজার এমএএইচ।

০৩ ০৭
আসুস জেনফোন ম্যাক্স প্রো এম১: এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি। ৯ হাজার টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন এই ফোন। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা রয়েছে।

আসুস জেনফোন ম্যাক্স প্রো এম১: এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি। ৯ হাজার টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন এই ফোন। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা রয়েছে।

০৪ ০৭
শাওমি এমআই এ১: আগের ফোনগুলির থেকে অপেক্ষাকৃত হালকা। ওজন কম বেশি ১৬৫ গ্রামের মতো।  ব্যাটারি ৩০৮০ এমএএইচ। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি।

শাওমি এমআই এ১: আগের ফোনগুলির থেকে অপেক্ষাকৃত হালকা। ওজন কম বেশি ১৬৫ গ্রামের মতো।  ব্যাটারি ৩০৮০ এমএএইচ। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি।

০৫ ০৭
শাওমি রেডমি নোট ৫: চার হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার রয়েছে এই ফোনে। ১২ হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোন। ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি।

শাওমি রেডমি নোট ৫: চার হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার রয়েছে এই ফোনে। ১২ হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোন। ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি।

০৬ ০৭
মোটো জি৫ প্লাস: ১৫৫ গ্রাম ওজনের ফোনটিতে ব্যাটারি রয়েছে ৩ হাজার এমএএইচ পাওয়ারের। ডিসপ্লে ৫.২ ইঞ্চি।১৩ হাজারের মধ্যে পেয়ে যেতে পারেন এই ফোন। অন লাইনে কিনলে আরও কিছুটা দাম কমতে পারে।

মোটো জি৫ প্লাস: ১৫৫ গ্রাম ওজনের ফোনটিতে ব্যাটারি রয়েছে ৩ হাজার এমএএইচ পাওয়ারের। ডিসপ্লে ৫.২ ইঞ্চি।১৩ হাজারের মধ্যে পেয়ে যেতে পারেন এই ফোন। অন লাইনে কিনলে আরও কিছুটা দাম কমতে পারে।

০৭ ০৭
হনর ৭এক্স: হনর ৭এক্সের দাম ১২,৯৯৯-এর মতো। ব্যাটারি ৩৩৪০ এমএএইচ পাওয়ারের। এই ফোনের ওজন ১৬৫ গ্রামের মতো। ডিসপ্লে ৫.৯৩ ইঞ্চি। (প্রথমে দাম লেখা হয়েছিল দশ হাজারের মতো এবং ডিসপ্লে ৫ ইঞ্চি। তার বদলে হবে দাম ১২,৯৯৯-এর মতো, ডিসপ্লে ৫.৯৩ ইঞ্চি)

হনর ৭এক্স: হনর ৭এক্সের দাম ১২,৯৯৯-এর মতো। ব্যাটারি ৩৩৪০ এমএএইচ পাওয়ারের। এই ফোনের ওজন ১৬৫ গ্রামের মতো। ডিসপ্লে ৫.৯৩ ইঞ্চি। (প্রথমে দাম লেখা হয়েছিল দশ হাজারের মতো এবং ডিসপ্লে ৫ ইঞ্চি। তার বদলে হবে দাম ১২,৯৯৯-এর মতো, ডিসপ্লে ৫.৯৩ ইঞ্চি)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE