Advertisement
১৯ এপ্রিল ২০২৪
BSE

শেয়ার কেনা-বেচা বন্ধ হচ্ছে এই ন’টি সংস্থার

নিয়মকানুন সঠিক ভাবে না মেনে চলার জন্য ১০ সেপ্টেম্বর থেকে বন্ধ করা হচ্ছে এই সংস্থাগুলির শেয়ার কেনা-বেচা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০৯:৩০
Share: Save:
০১ ০৮
ন’টি সংস্থার শেয়ার কেনা-বেচা বন্ধ করতে চলেছে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দেখে নেওয়া যাক কারা আছে এই তালিকায়।

ন’টি সংস্থার শেয়ার কেনা-বেচা বন্ধ করতে চলেছে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দেখে নেওয়া যাক কারা আছে এই তালিকায়।

০২ ০৮
দেশের নিয়মকানুন সঠিক ভাবে না মেনে চলার জন্যই ১০ সেপ্টেম্বর থেকে বন্ধ করা হচ্ছে এই সংস্থাগুলির শেয়ার কেনা-বেচা

দেশের নিয়মকানুন সঠিক ভাবে না মেনে চলার জন্যই ১০ সেপ্টেম্বর থেকে বন্ধ করা হচ্ছে এই সংস্থাগুলির শেয়ার কেনা-বেচা

০৩ ০৮
যদিও ৪ সেপ্টেম্বরের আগে প্রয়োজনীয় নথি জমা দিলে ফের শেয়ার কেনা-বেচা স্বাভাবিক করবে স্টক এক্সচেঞ্জ।

যদিও ৪ সেপ্টেম্বরের আগে প্রয়োজনীয় নথি জমা দিলে ফের শেয়ার কেনা-বেচা স্বাভাবিক করবে স্টক এক্সচেঞ্জ।

০৪ ০৮
বাৎসরিক আর্থিক ফলাফল সঠিক নিয়ম মেনে প্রকাশ করা হয়নি। তাই বাতিল সংস্থার তালিকায় শীর্ষে আছে পলাতক শিল্পপতি মেহুল চোক্সীর গীতাঞ্জলি জেমস।

বাৎসরিক আর্থিক ফলাফল সঠিক নিয়ম মেনে প্রকাশ করা হয়নি। তাই বাতিল সংস্থার তালিকায় শীর্ষে আছে পলাতক শিল্পপতি মেহুল চোক্সীর গীতাঞ্জলি জেমস।

০৫ ০৮
অ্যামটেক অটো, এসান রেরোলে, প্যানোরামিক ইউনিভার্সাল। এই তিনটি সংস্থার শেয়ার কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

অ্যামটেক অটো, এসান রেরোলে, প্যানোরামিক ইউনিভার্সাল। এই তিনটি সংস্থার শেয়ার কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

০৬ ০৮
বম্বে স্টক এক্সচেঞ্জের বাতিল তালিকায় আছে থাম্ভি মডার্ন স্পিনিং মিল, ইন্দো প্যাসিফিক প্রোজেক্টস, হরিয়ানা ফিনান্সিয়াল কর্পোরেশন, নোবল পলিমার্স ও সম্রুদ্ধি রিয়েলটি।

বম্বে স্টক এক্সচেঞ্জের বাতিল তালিকায় আছে থাম্ভি মডার্ন স্পিনিং মিল, ইন্দো প্যাসিফিক প্রোজেক্টস, হরিয়ানা ফিনান্সিয়াল কর্পোরেশন, নোবল পলিমার্স ও সম্রুদ্ধি রিয়েলটি।

০৭ ০৮
নোবল পলিমার্স ও সমরুদ্ধি রিয়েলটি-র বিরুদ্ধে আর্থিক ফলাফল প্রকাশ করলেও প্রয়োজনীয় জরিমানা জমা না দেওয়ার অভিযেগ করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ।

নোবল পলিমার্স ও সমরুদ্ধি রিয়েলটি-র বিরুদ্ধে আর্থিক ফলাফল প্রকাশ করলেও প্রয়োজনীয় জরিমানা জমা না দেওয়ার অভিযেগ করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ।

০৮ ০৮
প্রয়োজনীয় নথি জমা না দিলে ১০ সেপ্টেম্বর থেকে বাতিল তালিকাতেই থাকবে এই ন’টি সংস্থা।

প্রয়োজনীয় নথি জমা না দিলে ১০ সেপ্টেম্বর থেকে বাতিল তালিকাতেই থাকবে এই ন’টি সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE