Advertisement
১৬ এপ্রিল ২০২৪
lamborghini

ল্যাম্বারগিনির নতুন গাড়ি বাজারে, দেখে নিন ফিচার

বাজার মাতাতে এল নতুন গাড়ি

সংবাদ সংস্থা
রোম শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১২:১৩
Share: Save:
০১ ০৮
ল্যাম্বারগিনি। স্পোর্টস কার বলতেই প্রথমেই যে সংস্থার কথা মনে হয়, তাই হল ল্যাম্বারগিনি। ল্যাম্বারগিনি রেসিং ডিভিশনের গাড়ি, স্কোয়াড্রা কোর্স (এসসি১৮) প্রথমবার বাজারে এল।

ল্যাম্বারগিনি। স্পোর্টস কার বলতেই প্রথমেই যে সংস্থার কথা মনে হয়, তাই হল ল্যাম্বারগিনি। ল্যাম্বারগিনি রেসিং ডিভিশনের গাড়ি, স্কোয়াড্রা কোর্স (এসসি১৮) প্রথমবার বাজারে এল।

০২ ০৮
লাল ও ধূসর রঙের সিনিস্টার লুকেই প্রথমে মাত করেছে গাড়িটি। হুরাকান জিটি৩ ইভো-র থেকে নেওয়া হয়েছে হুড ইনটেক।

লাল ও ধূসর রঙের সিনিস্টার লুকেই প্রথমে মাত করেছে গাড়িটি। হুরাকান জিটি৩ ইভো-র থেকে নেওয়া হয়েছে হুড ইনটেক।

০৩ ০৮
ভেন্ট, স্প্লিটার, পাওয়ার ছাড়াও আর্চ, ফিন এয়ারস্কুপেই অনবদ্য এই গাড়ি। রয়েছে কার্বন ফাইবার উইং। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র ১০৯ মিমি। কাজেই পথে নামার জন্য তৈরি।

ভেন্ট, স্প্লিটার, পাওয়ার ছাড়াও আর্চ, ফিন এয়ারস্কুপেই অনবদ্য এই গাড়ি। রয়েছে কার্বন ফাইবার উইং। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র ১০৯ মিমি। কাজেই পথে নামার জন্য তৈরি।

০৪ ০৮
৭৬০ বিএইচপি, ৫৩১ পাউন্ড ফুট টর্ক, ৬.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড মোটর রয়েছে এতে।

৭৬০ বিএইচপি, ৫৩১ পাউন্ড ফুট টর্ক, ৬.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড মোটর রয়েছে এতে।

০৫ ০৮
রয়েছে সেভেন স্পিড গিয়ার বক্সও।

রয়েছে সেভেন স্পিড গিয়ার বক্সও।

০৬ ০৮
রেগুলার অ্যাভেনটাডর এসভিজে মাত্র ২.৮ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম, ৮.৬ সেকেন্ডে ১২৪ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। সর্বোচ্চ ২১৭ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম।

রেগুলার অ্যাভেনটাডর এসভিজে মাত্র ২.৮ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম, ৮.৬ সেকেন্ডে ১২৪ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। সর্বোচ্চ ২১৭ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম।

০৭ ০৮
একটা অভিনব ‘সাউন্ড’ থাকবে এই গাড়িটির।২০ ইঞ্চির সিঙ্গল নাট হুইলস রয়েছে সামনে। ভিতরে রয়েছে আলকানতারার কভারিং।

একটা অভিনব ‘সাউন্ড’ থাকবে এই গাড়িটির।২০ ইঞ্চির সিঙ্গল নাট হুইলস রয়েছে সামনে। ভিতরে রয়েছে আলকানতারার কভারিং।

০৮ ০৮
পাঁচ বছরের মধ্যে বিশ্বে প্রথম দশটি বাজারের মধ্যে ভারত স্থান করে নেবে বলেই আশাবাদী ইতালীয় সুপার স্পোর্টস গাড়ি প্রস্তুতকারী সংস্থা অটোমোবিলি ল্যাম্বারগিনি। বর্তমানে, আমেরিকা, জাপান, ব্রিটেন, বৃহত্তর চিন, জার্মানি, কানাডা, পশ্চিম এশিয়ার দেশসমূহ, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মোনাকো, বিশ্বের এই দশ বাজারে ল্যাম্বরগিনির উপস্থিতি রয়েছে।

পাঁচ বছরের মধ্যে বিশ্বে প্রথম দশটি বাজারের মধ্যে ভারত স্থান করে নেবে বলেই আশাবাদী ইতালীয় সুপার স্পোর্টস গাড়ি প্রস্তুতকারী সংস্থা অটোমোবিলি ল্যাম্বারগিনি। বর্তমানে, আমেরিকা, জাপান, ব্রিটেন, বৃহত্তর চিন, জার্মানি, কানাডা, পশ্চিম এশিয়ার দেশসমূহ, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মোনাকো, বিশ্বের এই দশ বাজারে ল্যাম্বরগিনির উপস্থিতি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE