Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jawa Bike

জাওয়া বাইক বাজারে এল ২২ বছর পর, দেখে নিন ফিচার

শাহরুখ খানও বাইকটি বাজারে আসার কথা শেযার করেছেন

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৬:১৭
Share: Save:
০১ ১০
দুর্দান্ত গতির জাওয়া বাইক এল বাজারে। ১৯৯৬ সালে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এর অপারেশন। এ বার ফিরল জাওয়া। যাকে বলে ব্যাক উইথ আ ব্যাং।

দুর্দান্ত গতির জাওয়া বাইক এল বাজারে। ১৯৯৬ সালে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এর অপারেশন। এ বার ফিরল জাওয়া। যাকে বলে ব্যাক উইথ আ ব্যাং।

০২ ১০
২০১৬ সালে ফিরে এসেছিল তারা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা জাওয়া বাইক তৈরি ও বিক্রির দায়িত্ব নিয়েছিল। আনন্দ মাহিন্দ্রা এর পর জানান, ২০১৮ সালে বাজারজাত হবে এই বাইক। এর পরই বাজারে এল জাওয়া।

২০১৬ সালে ফিরে এসেছিল তারা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা জাওয়া বাইক তৈরি ও বিক্রির দায়িত্ব নিয়েছিল। আনন্দ মাহিন্দ্রা এর পর জানান, ২০১৮ সালে বাজারজাত হবে এই বাইক। এর পরই বাজারে এল জাওয়া।

০৩ ১০
৩০০ সিসির পাওয়ার বাইকটি যথার্থ ভাবেই রয়্যাল এনফিল্ডের যোগ্য প্রতিদ্বন্দ্বী। ক্লাসিক বডি ডিজাইন, ক্রোম ট্রিটমেন্ট সবমিলিয়ে এই বাইক বাজার মাত করবে বলে মনে করা হচ্ছে।

৩০০ সিসির পাওয়ার বাইকটি যথার্থ ভাবেই রয়্যাল এনফিল্ডের যোগ্য প্রতিদ্বন্দ্বী। ক্লাসিক বডি ডিজাইন, ক্রোম ট্রিটমেন্ট সবমিলিয়ে এই বাইক বাজার মাত করবে বলে মনে করা হচ্ছে।

০৪ ১০
রয়্যাল এলফিল্ড ৩৫০, বাজাজ ডোমিনার ৪০০, হন্ডা সিবিআরকেও পাল্লা দেবে এই জাওয়া।

রয়্যাল এলফিল্ড ৩৫০, বাজাজ ডোমিনার ৪০০, হন্ডা সিবিআরকেও পাল্লা দেবে এই জাওয়া।

০৫ ১০
পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং শুরু হয়েছে এই নতুন বাইকের। নেবুলা ব্লু কালার, লুমাস লাইম কালার ও মেরুন রঙে মিলবে এই বাইক।

পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং শুরু হয়েছে এই নতুন বাইকের। নেবুলা ব্লু কালার, লুমাস লাইম কালার ও মেরুন রঙে মিলবে এই বাইক।

০৬ ১০
এই বাইকটির রাউন্ড ইন্ডিকেটর, রাউন্ড মিররস, টেলিস্কোপিক ফর্ক রেট্রো ডিজাইনকে মনে করাচ্ছে।

এই বাইকটির রাউন্ড ইন্ডিকেটর, রাউন্ড মিররস, টেলিস্কোপিক ফর্ক রেট্রো ডিজাইনকে মনে করাচ্ছে।

০৭ ১০
দিল্লির এক্স শোর রুমে জাওয়ার দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৬৪ হাজার টাকা থেকে। জাওয়া ৪২-র দাম ১ লক্ষ ৫৫ হাজার টাকা। জাওয়া পেরাকের দাম শুরু ১ লক্ষ ৮৯ হাজার টাকা থেকে।

দিল্লির এক্স শোর রুমে জাওয়ার দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৬৪ হাজার টাকা থেকে। জাওয়া ৪২-র দাম ১ লক্ষ ৫৫ হাজার টাকা। জাওয়া পেরাকের দাম শুরু ১ লক্ষ ৮৯ হাজার টাকা থেকে।

০৮ ১০
বিএস৬ রেডি ইঞ্জিন, রাউন্ডেড হেডলাইট, কার্ভ ট্যাঙ্ক, স্পোক হুইলস, ফ্ল্যাট সিট রয়েছে এই বাইকে।

বিএস৬ রেডি ইঞ্জিন, রাউন্ডেড হেডলাইট, কার্ভ ট্যাঙ্ক, স্পোক হুইলস, ফ্ল্যাট সিট রয়েছে এই বাইকে।

০৯ ১০
পুণের আর অ্যান্ড ডি সেন্টার, ইতালির ভারেসের টেকনিক্যাল সেন্টারের সহায়তায় ২৭ হর্সপাওয়ার ও ২৮ এনএম পিক টর্ক নিয়ে ৬ স্পিড গিয়ারবক্সের এই বাইকটি আসছে।

পুণের আর অ্যান্ড ডি সেন্টার, ইতালির ভারেসের টেকনিক্যাল সেন্টারের সহায়তায় ২৭ হর্সপাওয়ার ও ২৮ এনএম পিক টর্ক নিয়ে ৬ স্পিড গিয়ারবক্সের এই বাইকটি আসছে।

১০ ১০
বাইকটি বাজারে আসার পর শাহরুখ খানও টুইট করেছেন এটি নিয়ে।

বাইকটি বাজারে আসার পর শাহরুখ খানও টুইট করেছেন এটি নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE