Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business News

এ বার ৩০৯ টাকায় রোজ ১ জিবি ডেটা, ফ্রি রোমিং দিচ্ছে এই সংস্থা

এ বার নতুন আরও একটি আকর্ষণীয় অফার এল গ্রাহকদের জন্য। প্রতিদিন ১ জিবি ডেটা ও বিনামূল্যে রোমিং কল করার সুবিধা দিচ্ছে একটি সর্বভারতীয় টেলিকম সংস্থা। তা হলে আর দেরি কেন? জেনে নেওয়া যাক, আকর্ষণীয় এই ট্যারিফ সম্বন্ধে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১১:৫৫
Share: Save:
০১ ০৭
এ বার নতুন আরও একটি আকর্ষণীয় অফার এল গ্রাহকদের জন্য। প্রতিদিন ১ জিবি ডেটা ও বিনামূল্যে রোমিং কল করার সুবিধা দিচ্ছে একটি সর্বভারতীয় টেলিকম সংস্থা। তা হলে আর দেরি কেন? জেনে নেওয়া যাক, আকর্ষণীয় এই ট্যারিফ সম্বন্ধে।

এ বার নতুন আরও একটি আকর্ষণীয় অফার এল গ্রাহকদের জন্য। প্রতিদিন ১ জিবি ডেটা ও বিনামূল্যে রোমিং কল করার সুবিধা দিচ্ছে একটি সর্বভারতীয় টেলিকম সংস্থা। তা হলে আর দেরি কেন? জেনে নেওয়া যাক, আকর্ষণীয় এই ট্যারিফ সম্বন্ধে।

০২ ০৭
৩০৯ টাকায় এই অফারটি পাওয়া যাবে।

৩০৯ টাকায় এই অফারটি পাওয়া যাবে।

০৩ ০৭
এই ট্যারিফটি রিচার্জ করলে প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা পাওয়া যাবে। সঙ্গে মিলবে বিনামূল্যে রোমিংয়ের সুবিধাও। প্রতিদিন ১০০টি করে এসএমএস-ও করা যাবে এই রিচার্জে।

এই ট্যারিফটি রিচার্জ করলে প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা পাওয়া যাবে। সঙ্গে মিলবে বিনামূল্যে রোমিংয়ের সুবিধাও। প্রতিদিন ১০০টি করে এসএমএস-ও করা যাবে এই রিচার্জে।

০৪ ০৭
৩০৯ টাকার এই অফারটি সদ্য বাজারে এনেছে আইডিয়া।

৩০৯ টাকার এই অফারটি সদ্য বাজারে এনেছে আইডিয়া।

০৫ ০৭
এই রিচার্জটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত।

এই রিচার্জটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত।

০৬ ০৭
রিলায়্যান্স জিও-র ৩০৯ টাকার রিচার্জেও পাবেন ১ জিবি ইন্টারনেট, ফ্রি কল, ১০০ এসএমএস। তবে এই রিচার্জটির বৈধতা ৪৯ দিনের।

রিলায়্যান্স জিও-র ৩০৯ টাকার রিচার্জেও পাবেন ১ জিবি ইন্টারনেট, ফ্রি কল, ১০০ এসএমএস। তবে এই রিচার্জটির বৈধতা ৪৯ দিনের।

০৭ ০৭
৩০৯ ছাড়াও আইডিয়ার আরও একটি রিচার্জ রয়েছে ৩৫৭ টাকায়। এই রিচার্জে প্রতি দিন ১.৫ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা।

৩০৯ ছাড়াও আইডিয়ার আরও একটি রিচার্জ রয়েছে ৩৫৭ টাকায়। এই রিচার্জে প্রতি দিন ১.৫ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE