Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business news

কালাশনিকভের জোরে আমেরিকাকে জোর টক্কর দিতে চলেছে রাশিয়া!

আমেরিকাকে জোর টক্কর দিতে চলেছে রাশিয়া। এই টক্করে রাশিয়ার মাধ্যম হল একে-৪৭ প্রস্তুতকারক সংস্থা কালাশনিকভ। কী ভাবে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৫:৫০
Share: Save:
০১ ০৮
আমেরিকাকে জোর টক্কর দিতে চলেছে রাশিয়া। এই টক্করে রাশিয়ার মাধ্যম হল একে-৪৭ প্রস্তুতকারক সংস্থা কালাশনিকভ। কী ভাবে?

আমেরিকাকে জোর টক্কর দিতে চলেছে রাশিয়া। এই টক্করে রাশিয়ার মাধ্যম হল একে-৪৭ প্রস্তুতকারক সংস্থা কালাশনিকভ। কী ভাবে?

০২ ০৮
তবে এই টক্কর অবশ্য যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তি ক্ষেত্রে। একে-৪৭ প্রস্তুতকারক কালাশনিকভ এই প্রথমবার অত্যাধুনিক রাইফেলের বাইরে বেরিয়ে গাড়ি প্রস্তুত করতে চলেছে। আর এই গাড়ির মাধ্যমেই আমেরিকাকে মাত করবে রাশিয়া। এমনই জানাচ্ছে কালাশনিকভ।

তবে এই টক্কর অবশ্য যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তি ক্ষেত্রে। একে-৪৭ প্রস্তুতকারক কালাশনিকভ এই প্রথমবার অত্যাধুনিক রাইফেলের বাইরে বেরিয়ে গাড়ি প্রস্তুত করতে চলেছে। আর এই গাড়ির মাধ্যমেই আমেরিকাকে মাত করবে রাশিয়া। এমনই জানাচ্ছে কালাশনিকভ।

০৩ ০৮
আমেরিকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা সাধারণত বিদ্যুৎচালিত গাড়ি প্রস্তুত করে থাকে। আর রাশিয়ার সংস্থা কালাশনিকভ বিখ্যাত একে-৪৭ প্রস্তুতের জন্য। কালাশনিকভ এ বার টেসলার মতোই বিদ্যুৎচালিত গাড়িও তৈরি করতে চলেছে।

আমেরিকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা সাধারণত বিদ্যুৎচালিত গাড়ি প্রস্তুত করে থাকে। আর রাশিয়ার সংস্থা কালাশনিকভ বিখ্যাত একে-৪৭ প্রস্তুতের জন্য। কালাশনিকভ এ বার টেসলার মতোই বিদ্যুৎচালিত গাড়িও তৈরি করতে চলেছে।

০৪ ০৮
কালাশনিকভ তাদের নতুন ওই গাড়ির নাম রেখেছে সিভি-১। বৃহস্পতিবার মস্কোয় একটি গাড়ি প্রদর্শনীতে সিভি-১ লঞ্চ হয়।

কালাশনিকভ তাদের নতুন ওই গাড়ির নাম রেখেছে সিভি-১। বৃহস্পতিবার মস্কোয় একটি গাড়ি প্রদর্শনীতে সিভি-১ লঞ্চ হয়।

০৫ ০৮
১৯৭০-এর একটি মডেলের আদলে তৈরি হয়েছে এই বিদ্যুৎচালিত গাড়িটি। গাড়িটির রং নীল।

১৯৭০-এর একটি মডেলের আদলে তৈরি হয়েছে এই বিদ্যুৎচালিত গাড়িটি। গাড়িটির রং নীল।

০৬ ০৮
একে-৪৭ এর রেঞ্জ ৮০০ মিটার। আর একবার চার্জ নিয়ে টানা ৩৫০ কিলোমিটার দৌড়বে এই গাড়ি। তাই কালাশনিকভ একে সুপারকারও বলছে।

একে-৪৭ এর রেঞ্জ ৮০০ মিটার। আর একবার চার্জ নিয়ে টানা ৩৫০ কিলোমিটার দৌড়বে এই গাড়ি। তাই কালাশনিকভ একে সুপারকারও বলছে।

০৭ ০৮
এই গাড়ির দাম কত হবে এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানায়নি কালাশনিকভ।

এই গাড়ির দাম কত হবে এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানায়নি কালাশনিকভ।

০৮ ০৮
কবে থেকে বাজারে ছাড়া হবে বা ভারতে এই গাড়ি আসবে কি না তা-ও জানা যায়নি।

কবে থেকে বাজারে ছাড়া হবে বা ভারতে এই গাড়ি আসবে কি না তা-ও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE